বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi: তুরস্ক, সিরিয়ার ভূমিকম্প প্রসঙ্গে ভূজের স্মৃতি উঠে আসতেই আবেগঘন হয়ে পড়লেন মোদী

Narendra Modi: তুরস্ক, সিরিয়ার ভূমিকম্প প্রসঙ্গে ভূজের স্মৃতি উঠে আসতেই আবেগঘন হয়ে পড়লেন মোদী

তুরস্কের ঘটনার খবরে আবেগঘন হয়ে পড়েন নরেন্দ্র মোদী। 

বিজেপির সংসদীয় বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রসঙ্গ তোলেন তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের। এদিন, সংসদে বাজেট অধিবেশনের আগে সকালেই ছিল বিজেপির বিশেষ সংসদীয় কমিটির বৈঠক। সেখানেই অংশ নেন প্রধানমন্ত্রী মোদী।

চোখের নিমেষে একের পর এক শহর, গ্রাম কার্যত ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। ভগ্নস্তূপের মধ্য থেকে নিজের পরিজনকে খুঁজছেন মানুষ। হাহাকার, উদ্বেগ, কান্নার ছবি তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকায়। সোমবারের ভয়াবহ ভূমিকম্পের বলি এখনও পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ। সেই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার শোক প্রকাশ করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর স্মৃতিতে উঠে আসে ২০০১ সালে ভূজের ভয়াবহ ভূমিকম্পের কথা।

বিজেপির সংসদীয় বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রসঙ্গ তোলেন তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের। এদিন, সংসদে বাজেট অধিবেশনের আগে সকালেই ছিল বিজেপির বিশেষ সংসদীয় কমিটির বৈঠক। সেখানেই অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। তিনি  সেখানে তুরস্কের ভূমিকম্পের প্রসঙ্গে তুলে ধরেন ২০০১ সালে ভূজের ভয়াবহ ভূমিকম্পের ঘটনা। সেই সময়কালে তিনি ছিলেন গুজরাটে মুখ্যমন্ত্রী। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন গুজরাটে উঠে আসে তার কথা জানান মোদী। (পাখির চোখ ভোটপর্ব! রণকৌশলে শান দিয়ে বিজেপির সংসদীয় বৈঠকে বড় বার্তা মোদীর)

প্রধানমন্ত্রী বলেন, তিনি বুঝতে পারছেন তুরস্ক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই কথা বলতে গিয়েই তিনি আবেগঘন হয়ে পড়েন, তোলের ভূজের প্রসঙ্গ। ভূজের ভূমিকম্পে ২০০১ সালে মৃত্যু হয়েছিল ২০ হাজারেরও বেশি মানুষের। আহত হন দেড়লাখ মানুষ। এদিকে, তুরস্ক সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় এখনও পর্যন্ত ৪ হাজার মানুশের মৃত্যুর কথা উঠে আসছে। সোমবার ভোররাতে সেখানে ৭.৮ কম্পনের মাত্রা নিয়ে ভূমিকম্প কার্যত লণ্ডভণ্ড করে দেয় বহু এলাকা। একই দিনে পর পর ৩ টি ভূমিকম্প ঘটে যায় তুরস্কে। প্রভাব পড়ে, মিশরের কায়রোর মতো এলাকা পর্যন্ত। এদিকে, তুরস্ক ও সিরিয়ার পাশে থাকতে ভারত থেকে রওনা দিয়েছে ১০১ জনের বিশেষ এনডিআরএফ দল। গিয়েছে ডগ স্কোয়াড। দলে রয়েছেন ৫ মহিলা। তাঁদের লক্ষ্য প্রাণ রক্ষা ও উদ্ধার কাজ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

 

 

 

 

 

 

বন্ধ করুন