বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi in Australia: 'প্রতিরক্ষা খাতে ভারত-অজি সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাই', বললেন মোদী

Narendra Modi in Australia: 'প্রতিরক্ষা খাতে ভারত-অজি সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাই', বললেন মোদী

অজি প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদী (AP)

সোমবারই অস্ট্রেলিয়ায় পা রেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে 'দ্য অস্ট্রেলিয়া' নামক সংবাদপত্রকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দুই দেশের সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল বর্তমানে একাধিক সমস্যার মুখোমুখি। তার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ।

সোমবারই অস্ট্রেলিয়ায় পা রেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে 'দ্য অস্ট্রেলিয়া' নামক সংবাদপত্রকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দুই দেশের সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মোদী বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল বর্তমানে একাধিক সমস্যার মুখোমুখি। তার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, সমুদ্রপথে যোগাযোগে নিরাপত্তার অভাব। প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎকারে দাবি করেন, অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই সব সমস্যারই সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন। মোদী আরও বলেন, 'আমি চাই দুই দেশের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে।' প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে মুক্ত ইন্দো-প্যাসিফিক বার্তা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমি সহজে সন্তুষ্ট হই না। আমি দেখেছি, অস্ট্রেলিয়ার প্রধনমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও একই ধরনের। আমি নিশ্চিত যে সিডনিতে যখন আমরা মুখোমুখি বসব, তখন আমাদের দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুঁজে বের করব। আরও কোন কোন খাতে আমাদের পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হতে পারে, তা নিয়ে আলোটনা করব। আমাদের পারস্পরিক সহযোগিতার পরিসরকে আরও বাড়িয়ে দেব।' উল্লেখ্য, জপান ও পাপুয়া নিউগিনির পর বিদেশ সফরের তৃতীয় পর্যায়ে সোমবারই অস্ট্রেলিয়ায় পৌঁছান মোদী। এই সফরকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। পাশাপাশি সেদেশে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন মোদী।

এই আবহে মোদী সাক্ষাতকারে বলেন, 'আমি চাই এই দুই দেশরই উপলব্ধি হোক যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা কতদূর এগিয়ে যেতে পারব। দুই গণতন্ত্র হিসেবে ভারত এবং অস্ট্রেলিয়া, উভয় দেশই মুক্ত ইন্দো-প্যাসিফিকে আগ্রহী। আমরা কৌশলগত ভাবে এই ক্ষেত্রে একমত।' মোদী আরও বলেন, 'দুই দেশের মধ্যে যে পারস্পরিক আস্থা রয়েছে, তা থেকেই প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে বোঝাপড়া এগিয়ে যাচ্ছে। আমাদের নৌবাহিনী যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।' এদিকে সাম্প্রতিককালে ইউক্রেন ইস্যুতে ভারত অস্ট্রেলিয়ার থেকে ভিন্ন মেরুতে। তবে এই ভিন্নমত দুই দেশের পারস্পরিক সম্পর্কে চিড় ধরাবে না বলে মত মোদীর। এই বিষয়ে মোদী বলেন, 'ভালো বন্ধু হওয়ার এই এক লাভ। আমরা মুখোমুখি বসে আমাদের মনোভাব নিয়ে আলোচনা করতে পারি। অস্ট্রেলিয়া আমাদের অবস্থা বোঝে। এবং এর জেরে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্কে কোনও চিড় ধরবে না।' তাঁর কথায়, 'আমরা প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য শক্তি, খেলাধুলা, বিজ্ঞান, স্বাস্থ্য, সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে এগিয়েছি।'

বন্ধ করুন