রেলমন্ত্রীর আপ্ত সহায়ক পরিচয় দিয়ে টিকিট কনফার্মের কারবার খুলেছিলেন এক পুলিশকর্মী। শুধু তাই নয়, একই পরিচয় দিয়ে বহু কর্মীর অনুরোধে তাঁদের বাড়ির কাছাকাছি পোস্টিং-ও করিয়ে দিয়েছেন। বিনিময়ে ১ লক্ষ টাকা করে নিতেন।
1/5খোদ রেলমন্ত্রীর আপ্ত সহায়ক পরিচয় দিয়ে টিকিট কনফার্মের কারবার খুলেছিলেন এক পুলিশকর্মী। শুধু তাই নয়, একই পরিচয় দিয়ে বহু কর্মীর অনুরোধে তাঁদের বাড়ির কাছাকাছি পোস্টিং-ও করিয়ে দিয়েছেন। বিনিময়ে ১ লক্ষ টাকা নিতেন। তবে শেষমেশ সাইবার পুলিশের হাতে ধরা পড়ে গেলেন ওই ব্যক্তি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
2/5অভিযুক্ত বিহারের পশ্চিম চম্পারণের রাজপুরের মাথিয়ার বাসিন্দা। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (PTI)
3/5নয়া দিল্লির রেলভবন থেকে, লখনউ এডিজি সাইবার ক্রাইমকে গত বছর অক্টোবরে অভিযোগ জানানো হয়। তাঁরা জানান, একটি মোবাইল নম্বর থেকে রেলের আধিকারিক, জেনারেল ম্যানেজার এবং ডিআরএম-কে ফোন করা হচ্ছে। ফোন করা ব্যক্তি নিজেকে রেলমন্ত্রীর আপ্ত সচিব আর কে মিশ্র বলে পরিচয় দেন। যদিও রেল ভবনে এই নামে কোনও ব্যক্তিই নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
4/5এরপরেই পুলিশ নম্বরটির অবস্থান জানার চেষ্টা শুরু করে। সেই খুঁজতে খুঁজতেই লখনউ থেকে বারাণসী পর্যন্ত পৌঁছে যায় পুলিশ। তার তথ্য দেওয়া হয় আইজি বারাণসী কে. সত্যনারায়ণকে। আইজির নির্দেশে সাইবার পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে। এদিকে মাঝে বেশ কিছুদিন মোবাইল নম্বর বন্ধ করে দেয় অভিযুক্ত। ফলে তার হদিশ হারিয়ে ফেলেন তদন্তকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
5/5অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে বৃহস্পতিবার ধরা হয় তাঁকে। আপাতত তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (PTI)