২০১৯ সালে সেই ভয়াবহ পুলওয়ামা হামলা। কম পক্ষে ৪০জন সিআরপিএফ জওয়ানের শহিদ হয়েছিলেন সেদিন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে জানিয়েছে সেই পুলওয়ামা হামলায় যাঁরা শহিদ হয়েছিলেন সেই ৪০জন সিআরপিএফ জওয়ানের পরিবারকে ১.৫৬ কোটি থেকে ২.৯৪ কোটি করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই শহিদ জওয়ানদের পরিবারকে কী ধরনের তালিকা দেওয়া হয়েছে তার তালিকা তুলে ধরেন। তিনি জানিয়েছেন, যে অঙ্কের কথা বলা হচ্ছে তার মধ্য়ে কেন্দ্র, রাজ্য ও কর্পোরেট ও ব্যক্তিগত সহায়তার অঙ্ক যুক্ত করা হয়েছে।
তিনি জানিয়েছেন বিভিন্ন সেক্টরে শহিদদের নিকটজনকে চাকরি দেওয়া হয়েছে। উদাহরণ হিসাবে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে দুই মৃত জওয়ানের স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারেও চাকরি দেওয়া হয়েছে।
পুলওয়ামাতে পাহাড়ের চূড়ায় শহিদদের স্মৃতিতে মেমোরিয়াল তৈরি হচ্ছে। দু একর জায়গায় এই মেমোরিয়াল তৈরি হবে। এই প্রস্তাবিত মেমোরিয়াল কাশ্মীরের মধ্য়ে অন্যতম বৃহৎ হবে।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাস। কম পক্ষে ৪০জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। সেদিন আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছিল জওয়ানদের উপর। সেই সময় ওই গাড়িগুলি যাচ্ছিল রাস্তা দিয়ে। তখনই হামলা। তবে তারপর থেকে এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। এখন সবসময় সিসি ক্যামেরার নজরদারি চলে এলাকায়। সব মিলিয়ে সেদিন ২৫০০ সিআরপিএফ জওয়ান ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ৭৮টি গাড়ি যাচ্ছিল। সেই সময় হামলা চালানো হয়েছিল। এরপর গর্জে ওঠে গোটা দেশ। জঙ্গি হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায় দেশ জুড়ে।