রাস্তাঘাটে এমন দৃশ্য় অনেকেই দেখে থাকেন! দুই চাকা, কিম্বা চার চাকার গাড়ি খারাপ হলে, তাকে ধাক্কা দিতে লোক জড়ো হওয়ার দৃশ্য নতুন নয়। ধাক্কা দিয়ে গাড়ি চালু হওয়ার দৃশ্যও নতুন নয়। তবে যে ঘটনা নতুন, তা হল ধাক্কা দিয়ে আস্ত একটি ট্রেনের কোচ এগিয় নিয়ে যাওয়ার দৃশ্য। ঘটনা উত্তর প্রদেশের আমেঠির।
কয়েকদিন আগে উত্তর প্রদেশের মথুরায় রেল প্ল্যাটফর্মের উপর উঠে পড়েছিল ট্রেনের একাংশ। সেই ঘটনা ঘিরে তোলপাড় হয়েছে। এবার একটি ছোট ট্রেন উচ্চর প্রদেশের আমেঠিতে থমকে যায়। একটি যান্ত্রিক গোলোযোগের কারণে ডিপিসি কোচের ট্রেনটি থমকে গিয়েছিল। তখনই রেলকর্মীরা ট্রেনকে ধাক্কা দেন। প্রায় ডিপিসি কোচের ওই ট্রেনকে ধাক্কা দিয়ে মেইন লাইন থেকে লুপ লাইনে তুলে দেন রেলকর্মীরা। ততক্ষণে লাইনের দুই পাশে জড়ো হয়ে গিয়েছেন অনেকে। বহুজনই হতবাক হয়ে যান। প্রথমে বিষয়টি আঁচ করতে না পেরে, অনেকে সেদিকে অবাকভাবে তাকিয়ে থাকেন। পরে বোঝা যায়, রেলকর্মীরা ওই ট্রেনের কোচকে জোর দিয়ে ধাক্কা দিচ্ছেন। এক হতবাক প্রত্যক্ষদর্শী ঘটনার ভিডিয়ো তুলে নেন। তিনি নিজেই সেই ভিডিয়োতে মন্তব্য করতে থাকেন নানাবিধ! এদিকে, ট্রেন তার লাইন দিয়ে হর্ন বাজিয়ে এগিয়ে যেতে থাকে।
মাঝ রাস্তায় আটকে যাওয়া গাড়িকে যেভাবে ধাক্কা দিলে তা ধীরে ধীরে চলতে থাকে। এই ছোট ট্রেনটিও সেভাবেই এগোচ্ছিল। জানা গিয়েছে, এই ট্রেনটি ডিপিসি ট্রেন। সাধারণত ডিপিসি ট্রেন রেলকর্মীদের কোনও রেল সংক্রান্ত জিনিস খতিয়ে দেখা বা পরিদর্শনের জন্য ব্যবহার করা হয়। প্রশ্ন উঠছে, রেলকর্মীদের পরিদর্শনের জন্য ট্রেনেরও এমন যান্ত্রিক হাল? উত্তর প্রদেশের আমেঠিতে গিয়ে তা লাইনের মাঝে থমকে যায়। যার জেরে মেইন লাইনের স্বাভাবিক কাজ খানিকটা ব্যহত হয়। এই অবস্থায় ট্রেনকে মেইন লাইন থেকে লুপ লাইনে আনা একটি ঝক্কির ঘটনা হয়। কোনও মতে রেলকর্মীরা ট্রেনটিকে মেইন লাইন থেকে লুপ লাইনে নিয়ে আসেন। আর তা নিয়ে আসেন ধাক্কা দিয়ে। এই গোটা দৃশ্যটি হয় ক্যামেরা বন্দি। ঘটনার ভিডিয়ো চলে আসে সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে আসে ভিডিয়ো। প্রশ্ন ওঠে, রেলকে ঘিরে। প্রশ্ন ওঠে রেলের নিরাপত্তা নিয়ে। অনেকেই এই ঘটনার কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রীকে পোস্টে ট্যাগ করেন। তবে বিতর্ক পেরিয়ে আপাতত ঘটনা ঝড় তুলে দিয়েছে নেটপাড়ায়।