বাংলা নিউজ > ঘরে বাইরে > টেলিগ্রাম অ্যাপে গ্রুপ খুলে চলত কথা, রামেশ্বরম কাফে বিস্ফোরণে নয়া তথ্য পেল এনআইএ

টেলিগ্রাম অ্যাপে গ্রুপ খুলে চলত কথা, রামেশ্বরম কাফে বিস্ফোরণে নয়া তথ্য পেল এনআইএ

রামেশ্বরম কাফে শপে বিস্ফোরণে আইএস জঙ্গি।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে হেভিওয়েট নেতাদের উপর হামলা করার ছক ছিল তাদের। সেই বিষয়ে এই গ্রুপে আলোচনা হয়েছে। ওই সাতজনকে এখন পাকড়াও করতে চাইছে এনআইএ। ওই গ্রুপেই বাংলায় থাকার নিরাপদ আশ্রয় কোথায় তা নিয়েও আলোচনা হয়েছিল। তারপর একাধিকবার ট্রেন বদল করে কলকাতায় এসে পৌঁছয় ত্বহা এবং মুসাভির।

রামেশ্বরম কাফে শপে বিস্ফোরণের ঘটনায় নতুন তথ্য হাতে পেল এনআইএ। এই ঘটনা নিয়ে এখন জোরদার তদন্ত চলছে। তাতেই উঠে এসেছে আবদুল মতিন ত্বহা টেলিগ্রাম অ্যাপের সাহায্যে আইএস নামে একটি গ্রুপ খুলেছিল। এই অ্যাপটি নিয়ন্ত্রণ করত ত্বহা এবং সিরিয়ার এক হ্যান্ডলার। বিস্ফোরণের পর এই টেলিগ্রাম অ্যাপের সাহায্যে শহরে বসে ওই গ্রুপের সদস্যদের সঙ্গে চ্যাট করত এই আইএস জঙ্গি। ত্বহার অনুগামীরা এই নাশকতার পর ত্বহার হয়ে নানা জায়গায় সাফাই দিচ্ছিল। এবার তাদের ডাকা শুরু হয়েছে। এই টেলিগ্রাম অ‌্যাপে আইএস জঙ্গি সংগঠনের গ্রুপে বাংলার সাত যুবক ছিল বলে এনআইএ তথ্য পেয়েছে। এই গ্রুপটির অ‌্যাডমিন ছিল রামেশ্বরম কাফেতে বিস্ফোরণের ঘটনার মূলচক্রী আবদুল মতিন আহমেদ ত্বহা। এই মতিন তার সঙ্গী মুসাভির হুসেনের সঙ্গে বাংলার নানা জায়গা ঘুরে কলকাতাতেই নানা হোটেলে গা ঢাকা দিয়েছিল।

এদিকে পরে কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গা–ঢাকা দেয় তারা। সেখান থেকে গ্রেফতার করে এনআইএ। বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার মোজাম্মেল শরিফকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, অনলাইনে তার সঙ্গে ত্বহার পরিচয় হয়। তারপর তাকে ওই গ্রুপে যুক্ত করা হয়। ওই গ্রুপে সদস্য সংখ্যা ছিল কুড়ির বেশি বলেই সূত্রের খবর। এই গ্রুপে সিরিয়ার হ্যান্ডলার আইএসের হামলা নিয়ে নানা ভিডিয়ো পোস্ট করত। কেমন করে কাজ করতে হবে তার কৌশল এভাবেই শেখায় সিরিয়ার ওই হ্যান্ডলার। ত্বহা ওই গ্রুপে নাশকতা নিয়ে আলোচনা করত। এই গ্রুপের সদস্যদের বেশিরভাগই ইঞ্জিনিয়ার, সফটওয়্যার এবং বিস্ফোরক তৈরিতে দক্ষ। ওই গ্রুপে তিনজন অ‌্যাডমিনের মধ্যে একজন সিরিয়ার জঙ্গি। দ্বিতীয় আবদুল মতিন। তৃতীয় অ‌্যাডমিন এই দেশের বাসিন্দা।

আরও পড়ুন:‌ শেষ অর্থবর্ষে সর্বোচ্চ রাজস্ব দিয়েছে গার্ডেনরিচ, বিতর্কের মধ্যে খুশির খবর কলকাতা পুরসভায়

অন্যদিকে রোজই নতুন ইন্টারনাল অ্যাপ দিয়ে চলত কথা। পড়ুয়াদের জঙ্গি কার্যকলাপে উদ্বুব্ধ করার জন্য নানা ধরনের মেসেজ পাঠানো হতো বলে খবর। তাতে আকৃষ্ট হয়ে অনেকেই আইএসে যোগ দেয়। এই গ্রুপের মধ্যে সাতজনই বাংলার বাসিন্দা বলে জানতে পেরেছে এনআইএ। কলকাতায় কেউ থাকতে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রত্যেকের বিষয়ে এখন খোঁজখবর নিচ্ছেন এনআইএ গোয়েন্দারা। এই গোটা বিষয়টি মনিটরিং করত আইটি বিশেষজ্ঞ আবদুল মতিন। দেশবিরোধী ছবি ও ভিডিয়ো গ্রুপে পোস্ট করা হতো। বাংলা সম্পর্কে ধারণা আছে এমন একজন সদস্য ছিল ওই গ্রুপে।

এছাড়া লোকসভা নির্বাচনের প্রাক্কালে হেভিওয়েট নেতাদের উপর হামলা করার ছক ছিল তাদের। সেই বিষয়ে এই গ্রুপে আলোচনা হয়েছে। ওই সাতজনকে এখন পাকড়াও করতে চাইছে এনআইএ। ওই গ্রুপেই বাংলায় থাকার নিরাপদ আশ্রয় কোথায় তা নিয়েও আলোচনা হয়েছিল। তারপর একাধিকবার ট্রেন বদল করে কলকাতায় এসে পৌঁছয় ত্বহা এবং মুসাভির। ওই দু’জন সিরিয়ার হ্যান্ডলারের কাছে টাকাও চেয়েছিল গ্রুপের মাধ্যমে। তখন বড় অঙ্কের টাকা ক্রিপ্টোর কারেন্সির মাধ্যমে পৌঁছয় মোজাম্মেলের হাতে। পরে সেই টাকার একটা অংশ যায় এই দুই অভিযুক্তের কাছে।

পরবর্তী খবর

Latest News

ভালোবাসা ফুটে উঠুক গোলাপের মতো, রোজ ডে’তে সঙ্গীকে বানিয়ে খাওয়ান এই ‘গোলাপ কেক’ ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বুমরাহ? উত্তর মিলতে পারে ২৪ ঘন্টার মধ্যেই! ডেটে যাওয়ার আগে কী কী মাথায় রাখবেন? প্রেম বাড়ানোর জন্য রইল টিপস সঙ্গীকে আবেগে ভরান, গোলাপ দিবসে বলে ফেলুন কয়েক প্রেমের কথা 'সুস্মিতার প্রেমিক' তকমায় পরিচিত হতে বিরক্ত হতেন? কী বললেন রোমান? শোনা যায় প্রেম ছিল দুঙ্গারপুরের রাজার সাথে! করেননি বিয়ে,তবু কেন সিঁদুর পরতেন লতা প্রতিদিন ডাবের জল পান করলে কী হয়? জেনে নিন ৬টি কথা ৪০এ পা দিয়েছেন রোনাল্ডো, একঝলকে তাঁর কিছু বিরল রেকর্ড টাটা সন্সের প্রধান হলেও উইলে নেই নোয়েলের নাম, সৎ ভাইকে নিয়ে কী ভাবতেন রতন? গাইলেন নিক, জমিয়ে নাচলেন প্রিয়াঙ্কা, গান শোনালেন দেশি গার্লের বিদেশি শ্বশুরমশাই

IPL 2025 News in Bangla

ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.