বাংলা নিউজ > ঘরে বাইরে > RBI imposes Fine: চুক্তির শর্ত ভেঙে ঋণ আদায় সহ বহু অনিয়মের অভিযোগ, কোটাক মহিন্দ্রাকে ৩.৫৯ কোটির জরিমানা RBIর

RBI imposes Fine: চুক্তির শর্ত ভেঙে ঋণ আদায় সহ বহু অনিয়মের অভিযোগ, কোটাক মহিন্দ্রাকে ৩.৫৯ কোটির জরিমানা RBIর

আরবিআইয়ের জরিমানা কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককে। (PTI)

কোটাক মহিন্দ্রা ও আইসিআইসিআই ব্যাঙ্কের বিরুদ্ধে রয়েছে একাধিক অনিয়মের অভিযোগ। তার জেরেই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে জরিমানা ধার্য করেছে শীর্ষ ব্যাঙ্ক।

অভিযোগ রয়েছে অনিয়মের জেরে। মঙ্গলবার কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককে ৩.৯৫ কোটি ও আইসিআইসিআই ব্যাঙ্ককে ১২.১৯ কোটি টাকার জরিমানা করেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। দুটি ব্যাঙ্কের বিরুদ্ধে রয়েছে একাধিক বিধিভঙ্গের অভিযোগ। এছাড়াও মঙ্গলবার দেশের কর্পোরেট মহলেও বেশ কিছু জায়গায় এসেছে বড়সড় ধাক্কা। বহু কর্পোরেট সংস্থায় এসেছে করের নোটিস ও সেই সম্পর্কিত মামলা।

মূলত, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগ। পরিষেবা দানকারী এক সংস্থার বার্ষিক পর্যালোচনা না করতে পারা সমেত একাধিক গুরুতর অভিযোগ রয়েছে ব্যাঙ্কর বিরুদ্ধে। গ্রাহককে ফোন করার ক্ষেত্রে, নিয়ম মাফিক গ্রাহকদের সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৭ টার মধ্যে ব্যাঙ্কের ফোন করার কথা, সেই নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে কোটাকের বিরুদ্ধে। এছাড়াও চুক্তিতে উল্লিখিত শর্ত ভেঙে ঋণের সুদ আদায়ের অভিযোগ রয়েছে কোটাকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ব্যাঙ্কের ডিরেক্টরদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগও রয়েছে। এদিকে, আইসিআইসিআই ব্য়াঙ্কের বিরুদ্ধে আর্থিক নয় এমন কিছু প্রকল্প বিপণণের অভিযোগ রয়েছে ব্যাঙ্কের বিরুদ্ধে। আরবিআইয়ের রিপোর্ট বলছে, ২০১৯-২০ সাল ও ২০২০-২১ সালের মধ্যে কোটাক ও আইসিআইসিআই, এমন সংস্থায় ঋণ দিয়েছে, বা ঋণ দানের প্রতিশ্রুতি দিয়েছে যেগুলির পরিচালন পর্ষদে সদস্য হিসাবে রয়েছেন ওই ব্যাঙ্কেরই দুই ডিরেক্টর। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের বিরুদ্ধে প্রতারণা মূলক তথ্য আরবিআইকে জানানোর ক্ষেত্রে উদাসীন হওয়ার অভিযোগ রয়েছে। আর এই সব অভিযোগ মিলিয়ে ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছে।

( শ্রীভূমি:বোধনের আগেই ঠাকুর দেখার লাইনে দৌড়! দৃশ্য ভাইরাল)

এদিকে, ব্যাঙ্কিং সেক্টরের পাশাপাশি মঙ্গলবার দেশের কর্পোরেট সেক্টরেও পর পর সংস্থা ধাক্কা খেয়েছে কর সংক্রান্ত ক্ষেত্রে। ডাবরকে ৩২০.৬ কোটি টাকার জিএসটি নোটিস পাঠানো হয়। তাদের জরিমানা ও সুদ দিতে বলা হয়েছে বলে খবর। বিধি ভঙ্গে শোকজ নোটিস আসতে পারে বলে খবর। এর আগে ডেল্টা কর্প সমেত বহু সংস্থাকেই বকেয়া করের নোটিস পাঠানো হয়। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক যখন জরিমানার দায়ে বড় ধাক্কা খাওয়ার আগে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাতেও এসেছে ১৯৪.৭৩ কোটির করের নোটিস। আর তা এসেছে আয়কর দফতরের তরফে। সেই মামলায় ট্রাইবুনালে রায় যায় মহিন্দ্রার পক্ষে। ওরপর সংস্থার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে গিয়েছে দফতরটি।

 

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.