বাংলা নিউজ > ঘরে বাইরে > লকার চুক্তির শেষ তারিখ অতিক্রান্ত, এখনও সই করেননি ১০-২০ শতাংশ!

লকার চুক্তির শেষ তারিখ অতিক্রান্ত, এখনও সই করেননি ১০-২০ শতাংশ!

লকার চুক্তির শেষ তারিখ আজ (ছবি সৌজন্য: পিটিআই)

RBI locker agreement last date:৩১ ডিসেম্বর ব্যাঙ্ক লকার চুক্তির শেষ তারিখ। এখনও ১০ থেকে ২০ শতাংশ সেই চুক্তিতে সই করেননি। কী বলছে ব্যাঙ্কগুলি।

শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। সেই তারিখ আর পিছোয়নি আরবিআই (locker agreement last date)। তাই এবার ফ্যাসাদে পড়তে পারেন অনেক গ্রাহকরা।  বর্তমানে কী পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক? তার একটি হিসেবও মিলেছে। মোটের উপর ১০ থেকে ২০ শতাংশ গ্রাহক এখনও নতুন এগ্রিমেন্টে সই করেননি। যার ফলে তাঁরা সমস্যায় পড়বেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

(আরও পড়ুন: ১০০ বিলিয়ন ডলার ‘ক্লাবে’ বিশ্বের প্রথম নারী তিনি! চমকে দেবে ফ্রাঁঙ্কোয়িসের পরিচয়)

  • কোন ব্যাঙ্কে কত শতাংশ বাকি

একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের লকার চুক্তি ডিজিটালি সই করানোর ব্যবস্থা করেছে। এতে ই-স্ট্য়াম্প ও ই-সাইনের ব্যবস্থা থাকছে। তবে অনলাইন ব্যবস্থা কিছু সমস্যা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। 

অন্যদিকে ইউনিয়ন ব্যাঙ্কের এক মুখপাত্রের দাবি, তাদের ব্যাঙ্কের ৮০ শতাংশ গ্রাহক আরবিআই-এর নতুন লকার এগ্রিমেন্টে সই করে নিয়েছে। যদিও ব্যাঙ্কে এর জন্য কোনও ডিজিটাল ব্যবস্থা রাখা হয়নি। অন্যদিকে কানাড়া ব্যাঙ্কের দাবি, তাদের ৯০ শতাংশ গ্রাহক এই এগ্রিমেন্ট সই করেছেন। পাশাপাশি ব্যাঙ্ক অব বরোদার ৮১ শতাংশ গ্রাহকরা এটি সই করেছেন বলে জানা গিয়েছে। 

(আরও পড়ুন: ফের বাড়ল তেলের দাম! লোহিত সাগরের ভয় কাটলেও বাজারে যুদ্ধের জের)

  • কী বলছে ব্যাঙ্কগুলি

এখনও নতুন ডেডলাইন না জানায়নি আরবিআই। তাই সমস্যার আশঙ্কা বাড়ছে। তবে একইসঙ্গে বেশিরভাগ ব্যাঙ্ক অধিকর্তাই ব্যাঙ্কের পক্ষে যুক্তি দিচ্ছেন। যেমন একটা দাবি, বেশিরভাগ চুক্তি বদলানো হয়নি। তাই নতুন করে অনেকেই আপডেট করেননি এই চুক্তি। অন্যদিকে লকার গ্রাহকদের একটি বড় অংশ সিনিয়র সিটিজেন। তাদের পক্ষে ব্যাঙ্কে এসে সই করে যাওয়া মুশকিল। তাই তাদের বাড়ি বাড়ি গিয়ে কাজটি করিয়ে আনার কথা ভাবছে অনেক ব্যাঙ্ক।

  • হঠাৎ কেন নতুন চুক্তি

২০২১ সালেই এই চুক্তির কথা ভেবেছিল আরবিআই। এর নেপথ্যে ছিল একটা মামলা। মামলায় ব্যাঙ্কগুলির দায়দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। লকারে রাখা জিনিসগুলির দায় কতটা ব্যাঙ্কের, সেই নিয়েই মামলা হয়। সিদ্ধান্ত হয়, লকারে রাখা জিনিসগুলির জন্য যে বার্ষিক অর্থ ব্যাঙ্ককে দিতে হয়, তার ১০০ গুণ অর্থমূল্য পর্যন্ত দায় ব্যাঙ্ক নেবে। সেই মোতাবেক তৈরি করা হয়েছিল নতুন চুক্তি। যা সই করার শেষ তারিখ ছিল ২০২৩ সালের জানুয়ারি মাস। স্ট্যাম্প পেপারের আকালে সেই তারিখ পিছনো হয়েছিল।

পরবর্তী খবর

Latest News

কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান, আদালতের দৌলতে জুটল রক্ষাকবচ অযোধ্যা নয়, রাম মন্দির দেখতে পাবেন হুগলিতেই! দুর্গাপুজোয় আসতে চলেছে বিশাল চমক ‘ভয়ংকর সুন্দর’, সাদা সিংহের সঙ্গে মহিলার ভালোবাসার ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা ২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত বুড়ো হাড়ে ভেল্কি! চেন্নাইতে শতরান করে অশ্বিন বললেন, ‘বাংলাদেশ আর আন্ডারডগ নয়’… ‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও জার্মানি-সহ বিভিন্ন দেশে একসঙ্গে হয় ভোট, খতিয়ে দেখে সুপারিশ দিল কোবিন্দ কমিটি পিতৃপক্ষর সময় করুন তুলসীর এই ব্যবস্থা, যা আর্থিক উন্নতির সঙ্গে করবে ঋণমুক্ত ‘একটু ওয়াইন..’, স্কুলে পড়তেই মদের নেশা! ধর্ম বদলে খ্রিস্টান হন গোবিন্দার স্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.