রিলায়েন্স পাওয়ারের শেয়ার গত কয়েকদিন ধরে চাঙ্গা হচ্ছিল। তবে শুক্রবার সংস্থার শেয়ার ফের ১% কমে ক্লোজ হয়। এদিকে সপ্তাহের শুরুতে, সোমবার এই শেয়ার এক ধাক্কায় ১৫.৭৭% বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রিলায়েন্স পাওয়ারের শেয়ার ১৩.৯০ টাকায় ক্লোজ হয়েছিল। এদিকে সোমবার রিলায়েন্স পাওয়ারের শেয়ার বেড়ে ১৬.১৫ টাকায় ক্লোজ হয়েছে। এর কারণ ছিল একটি ব্লক চুক্তি। কী সেই চুক্তি?
Hurti Pvt Ltd ১৪.৫৯ টাকা গড় মূল্যে Reliance Power-এর ২,২৪,৫৬,১৮৫টি শেয়ার কিনেছে। ন্যাশানাল স্টক এক্সটেঞ্জের রিপোর্ট অনুসারে ১৪.৬৩ টাকা গড় মূল্যে ২,২১,১৫,১৫৯টি শেয়ার বিক্রি হয়েছে। কিউই সিকিউরিটিজ রিলায়েন্স পাওয়ারের ২,১০,১৩,০৬৪টি শেয়ার ১৪.৫৬ টাকা গড় মূল্যে কিনেছে। ২,২৫,০১,৮৬৪টি শেয়ার বিক্রি করেছে গড়ে ১৪.৫৮ টাকা করে। আরও পড়ুন: AI-এর দৌলতে রাতারাতি আমেরিকার পঞ্চম বৃহৎ সংস্থা, জানেন কী করে Nvidia
সম্প্রতি রিলায়েন্স পাওয়ার ঋণদাতাদের কাছে তার সহযোগী প্রতিষ্ঠান বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার লিমিটেডের (ভিআইপিএল) ঋণ নিষ্পত্তির জন্য একটি নয়া প্রস্তাব দিয়েছে। এর অধীনে ১,২০০ কোটি টাকার ওয়ান টাইম সেটেলমেন্ট (ওটিএস)-এর প্রস্তাব দেওয়া হয়েছে। ঋণদাতাদের মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, পিএনবি, কানারা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।
৩১ মার্চ ২০২২ পর্যন্ত সংস্থার বকেয়া ঋণ ছিল প্রায় ২,২০০ কোটি টাকা।
২০২৩ সালের মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে রিলায়েন্স পাওয়ারের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩২১.৭৯ কোটি টাকা। বুধবার স্টক মার্কেটে দেওয়া তথ্যানুযায়ী সংস্থা জানিয়েছে এর আগে ২০২১-২২ অর্থবর্ষে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে,
কোম্পানির ৬৫৭.৮৯ কোটি টাকার নিট লোকসান হয়েছিল।
২০২২-২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার মোট আয় ১,৮৫৬.৩২ কোটি টাকা। এক বছর আগের একই ত্রৈমাসিকে এটি ১,৮৭৮.৪০ কোটি টাকা ছিল।
কোম্পানির পরিচালনা পর্ষদ পুনীত নরেন্দ্র গর্গকে অতিরিক্ত পরিচালক পদে (নন-এক্সিকিউটিভ নন-ইনডিপেনডেন্ট) নিযুক্ত করেছে। আরও পড়ুন: Mankind Pharma-র শেয়ারে টার্গেট প্রাইস কমালো ব্রোকিং সংস্থা! কন্ডোমের বিক্রি কম?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup