এক্স হ্যান্ডেলে ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে বিশেষ মন্তব্য করেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সেই পোস্টকে ঘিরে এবার নয়া বিতর্ক। এদিকে এনিয়ে ইজরায়েলের দূতাবাস থেকে চিঠি পাঠানো হয়েছিল সঞ্জয় রাউতের কাছে। তারপরই এনিয়ে বিশেষ মন্তব্য করেছেন সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন ইজরায়েলকে আঘাত করার কোনও অভিপ্রায় আমার ছিল না।
সম্প্রতি সোশ্য়াল মিডিয়া প্লাটফর্মে ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে পোস্ট করেছিলেন সঞ্জয় রাউত। তিনি গণহত্যাকে সমর্থন জানিয়েছিলেন বলে অভিযোগ। তবে এবার তানিয়ে সাফাই দিয়েছেন সঞ্জয় রাউত।
তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, অনেকদিন আগে এক্স হ্যান্ডেলে এনিয়ে পোস্ট করেছিলাম। কিন্তু পরে সেটা মুছে দিয়েছি। আমি হিটলারের প্রসঙ্গ তুলেছিলাম। কিন্তু ইজরায়েলকে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না।
সঞ্জয় রাউত জানিয়েছেন, গত ৭ অক্টোবর হামাসরা যে হামলা চালিয়েছিল তার তীব্র নিন্দা করছি। সেই সঙ্গেই ইজরায়েল যেভাবে আগ্রাসন চালিয়েছে তারও নিন্দা করছি। তিনি জানিয়েছেন, হামাস জঙ্গিরা যেভাবে সাধারণ মানুষের জীবন কেড়ে নিয়েছে তার নিন্দা করছি।
সেই সঙ্গে যেভাবে গাজার হাসপাতালে হামলা চালানো হয়েছিল, শিশুদের হত্য়া করা হয়েছিল, অত্যাবশ্যকীয় পণ্য ব্লক করা হয়েছিল সেটা ঠিক নয়। বিশ্বাস করি যুদ্ধের সময় শিশুদের টার্গেট করাটা ঠিক হচ্ছে না।
সঞ্জয় রাউত বলেন, যেটা হয়েছে সেটা অমানবিক হয়েছে এটাই বলতে চেয়েছিলাম। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমার মনে হচ্ছে ইজরায়েলের দূতাবাসকে মনে হয় কেউ বলেছিল সেকারণে ওরা এক্স হ্য়ান্ডেলে পোস্ট করার একমাস পরে আমাকে চিঠি দেওয়া হল।