এবছরই অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের চ্যালেঞ্জার কে হবেন? রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে ক্রমেই সেই চিত্রটা স্পষ্ট হচ্ছে। আইওয়ার পরে গতকাল নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতেও বড় জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই হার মানতে নারাজ ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি। প্রাইমারিতে তিনি দ্বিতীয় স্থানে থাকলেও ট্রাম্পের থেকে অনেকটাই পিছনে। নিকির কথায়, 'আমি যোদ্ধা। আমিই এখন একা দাঁড়িয়ে আছি ট্রাম্পের সামনে।' উল্লেখ্য, নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে গিয়েছে ৫৪.৯ শতাংশ ভোট। এদিকে নিকি হ্যালির ঝুলিতে গিয়েছে ৪৩.৫ শতাংশ ভোট। (আরও পড়ুন: দিল্লিতে বৈঠক কেন্দ্র-রাজ্য স্তরের সচিবদের, বাংলার বকেয়া জট কি এবার কাটবে?)
আরও পড়ুন: রাহুল গান্ধীর নামে FIR, গুয়াহাটিতে পুলিশ-কংগ্রেস সংঘর্ষে কড়া পদক্ষেপ হিমন্তের
এদিকে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে জয় নিশ্চিত হতেই ডোনাল্ড ট্রাম্প নিকি হ্যালিকে তোপ দাগেন। প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, 'নিকি হ্যালি এমন ভাবে ভাষণ দিচ্ছেন যেন তিনি জিতে গিয়েছেন। তিনি জেতেননি। তাঁর আজকের এই রাত খুবই বাজে ছিল।' এর আগে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী রিপাবলিকান রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড় থেকে নাম প্রত্যাহার করে নেন। তিনি ট্রাম্পকে সমর্থন জানান এরপর। এই আবহে ট্রাম্পও রামাস্বামীকে 'বড় দায়িত্ব' দেওয়ার ইঙ্গিত দেন।
এদিকে ট্রাম্পের সামনে এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে আছেন নিকি। উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ নিকি হ্যালি ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এক সময়ে। এবার নিজের প্রাক্তন বসের বিরুদ্ধেই ময়দানে নেমেছেন নিকি। প্রসঙ্গত, ২০১৮ সালে ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করেছিলেন নিকি। ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের জেরেই সেই পদক্ষেপ করেছিলেন তিনি। ৫১ বছরের মার্কিন রাজনীতিবিদ নিকি পঞ্জাবি বংশোদ্ভূত। সেখান থেকে তাঁর মা-বাবা পাকাপাকিভাবে আমেরিকায় চলে যান। পরে মার্কিন যুক্তরাষ্ট্রেই বড় হয়ে ওঠেন নিকি। সেই দেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন নিকি। দক্ষিণ ক্যারোলিনার গভর্নর পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। তাছাড়া ট্রাম্প জমানায় রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ। বর্তমানে রিপাবলিকান দলে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবেই পরিচিত তিনি।
প্রসঙ্গত, আগামী মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনু্ষ্ঠিত হবে ২০২৪ সালের ৫ নভেম্বর। তার আগে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা নিজেদের প্রার্থী ঠিক করতে প্রাইমারি অনুষ্ঠিত করবে। দলীয় প্রাইমারিতে জিতলে পরে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হওয়া যাবে। এই আবহে রিপাবলিকানদের প্রাইমারি শুরু হয়েছে আইওয়া প্রদেশ থেকে।