কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং শনিবার জানিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ও লালু প্রসাদের আরজেডি এবার এক হয়ে যেতে পারে। কার্যত তারা মিশে যাওয়ার দিকে এগোচ্ছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
আসলে ইন্ডিয়া জোটের আসন সমঝোতার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীকে। সেখানেই তিনি এই দাবি করেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে।
গিরিরাজ সিং জানিয়েছেন, আমি লালুজির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থেকে কথা বলেছি। তিনি নানা কথা বলেছেন। সেটা আমি প্রকাশ্য়ে বলতে পারব না। কিন্তু এটা আমায় বলতে দিন যে জেডিইউ খুব শীঘ্রই আরজেডির সঙ্গে মিশে যেতে পারে। সেকারণে ওই আসন সমঝোতার ব্যাপারটাই আসবে না।
লোকসভা ভোটের মুখে কার্যত বোমা ফাটালেন গিরিরাজ সিং। একটা সময় বিহারের রাজনীতিতে আরজেডি ও জেডিইউর মধ্যে মুখ দেখাদেখি ছিল না। তবে পরবর্তীতে দুজন জোট বেঁধে ফেলে। আসলে রাজনীতিতে সবই সম্ভব। এবার গিরিরাজ সিং বলছেন জেডিইউ আর আরজেডি মিশে যেতে পারে।
প্রসঙ্গত সম্প্রতি একই বিমানে দিল্লি থেকে ফেরার সময় লালু প্রসাদ ও গিরিরাজ সিং একই বিমানে ছিলেন। লালু প্রসাদ ইন্ডিয়া জোটের মিটিংয়ের জন্য় দিল্লিতে এসেছিলেন। আর কেন্দ্রীয় মন্ত্রী সংসদের পর্ব মিটিয়ে ফিরছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পাটনা বিমানবন্দরে নামার পরে গিরিরাজ সিং সাংবাদিকদের বলেন লালু প্রসাদের সঙ্গে কথা হল। তিনি বলছিলেন এবার এবার তেজস্বী যাদবকে মুখ্য়মন্ত্রী করার সময় এসে গিয়েছে।
এদিকে তেজস্বী যাদবও ওই ফ্লাইটেই ছিলেন। তিনি বলেন, নিজের হতাশাকে ব্যক্ত করার জন্য় এসব বলছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গিরিরাজ সিং লাইমলাইটে থাকার জন্য় এসব করছেন। কার্যত আরজেডি আর জেডিইউ মিশে যাওয়ার দাবিতে জল ঢেলে দিলেন তিনি।
তিনি বলেন, কেউই তাঁর( গিরিরাজ সিং) কথা শোনেন না। তাঁর কথায় কেউ কানও দেন না।
জেডিইউ সভাপতি রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, গিরিরাজ সিংয়ের ব্যাপারে কিছু বলব না। তিনি টিআরপি বাড়ানোর জন্য় এসব করেন। চোখ বড় বড় করার জন্য় তিনি এসব বলেন। এর আগে ঝটকা মাংস নিয়েও তিনি উলটোপালটা কথা বলেছিলেন।