২২ জানুয়ারি ২০২২ সাল। রামমন্দিরের উদ্বোধন হবে। আর এই রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে এবার বড় কর্মসূচি হাতে নিচ্ছে আরএসএস। এবার অন্তত ২৫ কোটি পরিবারের কাছে পৌঁছতে চাইছে আরএসএস। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চালাবে আরএসএস। অন্তত ২৫ কোটি পরিবারের কাছে থেকে অক্ষত বা চাল দেবে আরএসএস।
এই অভিযানের মূল লক্ষ্য হল গৃহ সম্পর্ককে মজবুত করা। দেশের বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে আরএসএস কর্মীরা বলে আসবেন উদ্বোধনের দিন বাড়িতে থেকেও পালন করবেন। মন্দিরের দরজা খুললে আপনারাও ওখানে যাবেন।
এদিকে রামমন্দিরের উদ্বোধন কর্মসূচিতে কেন্দ্র করে একেবারে সাজো সাজো রব। অন্তত ৭০০০ বিশিষ্ট মানুষ আসবেন সেই অনুষ্ঠানে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এই উদ্বোধন কর্মসূচিতে। আর এই মেগা কর্মসূচিকে সফল করতে একেবারে আদা জল খেয়ে ময়দানে নামছে আরএসএস।
তবে শুধু আরএসএস নয়, বিশ্বহিন্দু পরিষদ, অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ, মজদুর সংঘ, ভারতীয় জনতা পার্টি, বিদ্য়া ভারতী সহ একাধিক সংগঠন তাদের মতো করে মানুষের কাছে পৌঁছনর চেষ্টা করছেন।
জানুয়ারি মাস শুরু হতেই শুরু হয়ে যাবে এই ধারাবাহিক কর্মসূচি। দেশের বিভিন্ন রাজ্যে যাবেন RSS কর্মীরা। সূত্রের খবর, প্রায় ১২.৫ কোটি বাড়িতে যাবেন আরএসএস কর্মীরা। তাঁদের বাড়ি থেকে প্রয়োজনে অনুদান সংগ্রহ করা হতে পারে। তাঁদের এই প্রচার কর্মসূচির মধ্য়ে অন্তত ৬৫ কোটি মানুষের মধ্য়ে পৌঁছনর চেষ্টা করা হবে।
এই অক্ষতকে মূলত আমন্ত্রণের প্রতীক হিসাবে গণ্য করা হয়। রামমন্দির খুললেই যেন সাধারণ মানুষ ওখানে যান তারও আমন্ত্রণ জানানো হবে বলে খবর।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রচার কর্মসূচি চলবে। কার্যত রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ময়দানে নামছে সংঘ পরিবার। দিকে দিকে শ্রীরামচন্দ্রের মাহাত্ম্যকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ১ জানুয়ারি থেকে সংঘ পরিবারের লোকজন অক্ষত বিলি করবেন। সেই সঙ্গেই রামচন্দ্রের ছবিও দেওয়া হবে সেই পরিবারগুলিকে।