Updated: 04 Mar 2022, 11:13 PM IST
লেখক Sritama Mitra
বেলুড়মঠে সাড়ম্বরে পালিত হল শ্রী শ্রী রামকৃষ্ণদেব... more
বেলুড়মঠে সাড়ম্বরে পালিত হল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি। ৪ ঠা মার্চ ২০২২ সালে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৭ তম জন্মতিথি পালিত হয়। ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু করে দিনভর চলে বিশেষ পুজো ও হোম যজ্ঞ। আয়োজন করা হয় বেদপাঠ, স্তব গানের। আজ ভক্তদের জন্য খুলে দেওয়া হয় বেলুড় মঠের দরজা। দেখা যায় ভক্তদের চেনা ভিড়ের ছবি। তবে বেলুড় মঠের কমিউনিটি কিচেন আপাতত বন্ধ।