চণ্ডীগড়ে মেয়র নির্বাচন সদ্য হয় ৩০ জানুয়ারি। সেই ভোটে বিরোধীপক্ষের ৮ টি ভোট বাতিল হয়। ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন, আপ ও কংগ্রেসের সদস্যরা। ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। এরপরই বিরোধীপক্ষ দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের। সেই মামলায় ভোটের ফলাফলকে খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, বিরোধী পক্ষের তরফে পড়া ৮ টি ভোট বাতিল নয়। যাকে আগে বাতিল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। সুপ্রিম কোর্ট ওই ৮ ভোটকে ‘বৈধ’ বলে অভিহিত করেছে। ফলে দেশের শীর্ষ আদালতের নির্দেশে এই ভোটে কংগ্রেস ও আপের জোটপ্রার্থী কুলদীপ সিং জয়ী হয়েছেন। আম আদমি পার্টির এই জয়, চণ্ডীগড়ের মেয়র পদের ভোটে বিজেপির কাছে বড় ধাক্কা!
ভোটের সমীকরণ একনজরে:-
চণ্ডীগড়ে গত ৩০ জানুয়ারি হয়েছে মেয়র পদের নির্বাচন। সেখানে বিজেপির বিরুদ্ধে জোট বেধে ময়দানে নামে আপ ও কংগ্রেস। ৩৬ টি বৈধ ভোট পড়ে। তারমধ্যে কংগ্রেস ও আপের জোট ২০ টি ভোট পায়। আর বাকি ১৬ টি ভোট বিজেপির দিকে পড়ে। এদিকে, কংগ্রেস ও আপের জোট প্রার্থী আপের কুলদীপ সিংয়ের পক্ষে পড়া বিরোধীদের ৮ ভোটকে বাতিল বলে ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। ক্ষোভে ফুঁসে ওঠেন বিরোধীরা। এই ঘোষণার পরই ১৬ ভোট পেয়ে বিজেপির মনোজ সোনকার জয়ী হন। এরপর মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সেই ভোটের ফলাফলকে খারিজ করে দিয়ে, এই মামলায় রায় দেয় সুপ্রিম কোর্ট। এর আগে, ভোটের ফলাফলে ক্ষুব্ধ আপ ও কংগ্রেস জোট সুুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারপরই মঙ্গলবার আসে এই রায়।
ভোটের ফলাফলে সুপ্রিম রায় ও বিরোধী জোট
লোকসভার আগে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে উঠছে নানান প্রশ্ন। এদিকে, সদ্য আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ভোটে পঞ্জাবের ১৩ আসনে প্রার্থী দেবে তাঁর দল। ফলে সেখানে জোটের সম্ভাবনা প্রায় উড়িয়ে দিয়েছেন কেজরিওয়াল। এদিকে, চণ্ডীগড়ে মেয়র পদের ভোটে আম আদমি পার্টি ও কংগ্রেস লড়েছে একজোট হয়ে। সেখানে ভোটের ফলাফল নিয়ে মামলা দায়ের করে বিরোধী জোট। তারা দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। চণ্ডীগড়ে মেয়র পদের ভোটে প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়ে তাঁকে ব্যাপক ভর্ৎসনা করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সাফ জানিয়েছে, যে ৮ ভোটকে নির্বাচনী প্রক্রিয়ায় বাতিল বলা হয়েছে, সেই ৮ ভোটকে বৈধ ধরে তারপর ভোট গণনা হবে। ফলে দেখা যাচ্ছে, কোর্টের নির্দেশ মতো গণনা হলে ভোটে জয়ী হচ্ছেন আম আদমি পার্টির সদস্য তথা জোট প্রার্থী কুলদীপ সিং।