আবারও আমেরিকায় এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল। ওই ছাত্রের নাম উমা সত্য সাই গড্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও প্রদেশে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। যদিও কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। একথা জানিয়ে, মৃত ছাত্রের পরিবারকে সমবেদনা জানিয়েছে নিউইয়র্কের ভারতীয় দূতাবাস। একইসঙ্গে, ওই ছাত্রের পরিবারকে সব ধরনের সহায়তা এবং তাঁর দেহ যাতে দ্রুত পরিবারের কাছে পাঠানো যায় সেই ব্যাপারে ব্যবস্থা করা হবে বলে দূতাবাসের তরফে জানানো হয়েছে। এই মৃত্যুর ঘটনায় ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতে মার্কিন রাষ্ট্রদূত আমেরিকায় পাঠরত ভারতীয় ছাত্রদের সতর্ক থাকার জন্য একাধিক পরামর্শ দিয়েছিলেন। তারপরেই এই ঘটনা ঘটল।
আরও পড়ুনঃ ফের আমেরিকায় ভারতীয় ছাত্রের মৃত্যু, মর্মান্তিক পরিণতি হয়েছিল বাঙালি শিল্পীরও
জানা গিয়েছে, সত্য সাই ওহিওর ক্লিভল্যান্ডে পড়াশোনা করছিলেন। তিনি তথ্যপ্রযুক্তির ছাত্র ছিলেন। আমেরিকায় ভারতীয় দূতাবাসের তরফে এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। দূতাবাসের তরফে মৃতের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে, দ্রুত মৃতদেহ তাঁর পরিবারের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টায় চলছে। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তা জানার জন্য পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।
সম্প্রতি আমেরিকায় একের পর এক ভারতীয় ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে। এরফলে চলতি বছরেই একাধিক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। আবার অনেককে অপহরণ করা হয়েছে। উল্লেখ্য, এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত পৃথক ঘটনায় আমেরিকায় অন্তত ৫ জন ভারতীয় পড়ুয়ারা মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও মার্চেও আমেরিকায় ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। মার্চ মাসেই, ২৫ বছর বয়সী এক ভারতীয় ছাত্র আমেরিকার ক্লিভল্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয়ে যান। পরে জানা যায় তাকে অপহরণ করা হয়েছে। তার পরে মুক্তিপণের ফোন পায় ওই ছাত্রের পরিবার। শেষে তাঁরা বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হন।
এছাড়া, অমরনাথ ঘোষ নামে এক বাঙালি পড়ুয়া গত মাসে গুলিবিদ্ধ হয়ে আমেরিকায় মারা যান। প্রসঙ্গত,আমেরিকায় প্রতিবছর প্রায় ২,৪৫,০০০ পড়ুয়া পড়াশোনা করতে যায়। কিছুদিন আগেই ভারতে আমেরিকার রাষ্ট্রদূত দাবি করেছিলেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় কলেজ, শহরগুলিতে নিরাপত্তা বেশি। আর তারপরেই ফের আরও এক ভারতীয়র মৃত্যু হল আমেরিকায়। এই ঘটনায় আমেরিকায় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।