চোখের চিকিৎসা করাতে আমেরিকা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়ে নিউ ইয়র্কের জনপ্রিয় টাইমস স্কোয়ারে আর পাঁচজনের মতোই সেলফি তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সেলফিই এখন রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে 'স্টেটাস'-এ ছবিটি পোস্ট করেছিলেন অভিষেক। ক্যাপশনে লিখেছিলেন, 'সানি সানি মর্নিং ইন NYC' (নিউইয়র্কের এক রৌদ্রকরোজ্জ্বল সকাল)। আর সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা গিয়েছে, অভিষেক একটি ল্যাভেন্ডার রঙের টিশার্ট পরে। তাঁর চোখে একটি সানগ্লাস। আর পিঠে কালো লেদার ব্যাকপ্যাক।
জানা যায়, চিকিৎসার কারণে গত ২৬ জুলাই বিদেশে গিয়েছেন অভিষেক। এর আগে বিদেশ যেতে চেয়ে কলকাতা হাই কোর্ট একটি হলফনামা পেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলফনামায় তিনি লিখেছিলেন, তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিদেশ সফরের বিস্তারিত জানিয়ে চিঠি দিয়েছেন। গত ১৫ জুলাই এই চিঠি তিনি ইডিকে দেন। কিন্তু তাদের তরফে কোনও উত্তর আসেনি। তাই তিনি আদালতের দ্বারস্থ হন।
এদিকে হাই কোর্টে পেশ করা হলফনামায় অভিষেক জানান, আমেরিকার আগামী ৮ আগস্ট বিকেল সাড়ে ৪টেয় চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাঁর। এর আগে মার্চ মাসে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছু সমস্যার থাকায় তখন সময় তিনি বিদেশে যেতে পারেননি। প্রসঙ্গত, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাঁ চোখের অস্ত্রোপচারের জন্য আমেরিকায় থাকতে হয়। বাল্টিমোরের মেরিল্যান্ডে দ্য জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক ডেভিড এল গুইটন তাঁর চোখের অস্ত্রোপচার করেন। এ বারও চিকিৎসক ডেভিডকেই দেখানোর কথা তাঁর।
এদিকে একদিকে যেখানে আমেরিকায় অভিষেকের সেলফি ভাইরাল, অন্যদিকে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গতকাল দেখা গেল তারকেশ্বরের মন্দিরে গিয়ে শিব পুজো করতে। রিপোর্ট অনুযায়ী, গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ তারকেশ্বর মন্দিরে গিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। রুজিরার সঙ্গে ছিলেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু ও কয়েকজন কাউন্সিলর। সেখানে আধ ঘণ্টা ধরে পুজো দিয়ে বেরিয়ে আসেন রুজিরা। এই সময়ে ঘট হাতে শিবের মাথায় জল ঢালতে দেখা গিয়েছিল রুজিরাকে। উল্লেখ্য, অভিষেকের সঙ্গে বিদেশে গিয়েছিলেন রুজিরাও। তিনি দেশে ফিরে এসেছেন। এর আগে গত ৫ জুলাই ছেলেমেয়েকে নিয়ে দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল অভিষেক পত্নীকে।