বাংলা নিউজ > ঘরে বাইরে > NIA branch in all states: ২০২৪ সালের মধ্যে প্রতিটি রাজ্যে হবে এনআইএ’র শাখা: অমিত শাহ

NIA branch in all states: ২০২৪ সালের মধ্যে প্রতিটি রাজ্যে হবে এনআইএ’র শাখা: অমিত শাহ

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে অমিত শাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করতে হবে। তবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবেলা সহজ হবে।’ শাহ জানান, আগেই এনআইএ’কে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সংস্থা এনআইএ’র এক্তিয়ার আগেই বাড়িয়েছে কেন্দ্র সরকার। এবার প্রতিটি রাজ্যে এনআইএ’র শাখা তৈরি করবে কেন্দ্র। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার হরিয়ানার সুরজকুন্ডে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম চিন্তন শিবির অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বহু এনজিও ধর্মান্তরীকরণ চালাচ্ছে’, দেশের নিরাপত্তা ইস্যুতে সুর চড়ালেন শাহ

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করতে হবে। তবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবেলা সহজ হবে।’ শাহ জানান, আগেই এনআইএ’কে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। যার মাধ্যমে এনআইএ সন্ত্রাসবাদীদের অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। তিনি বলেন, ‘২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে এনআইএ’র শাখা তৈরি করা হবে। প্রতিটি রাজ্যে এনআইএ’র শাখা তৈরি হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা অনেকটাই সহজ হবে।’

উল্লেখ্য, বর্তমানে, এনআইএ’র দিল্লি, হায়দরাবাদ, গুয়াহাটি, কোচি, লখনউ, মুম্বই, কলকাতা, রায়পুর, জম্মু, চণ্ডীগড়, রাঁচি, চেন্নাই, ইম্ফল, বেঙ্গালুরু এবং পাটনায় মোট ১৫ টি শাখা রয়েছে। এই সংস্থা, ২৬/১১ মুম্বই হামলার পরে গঠিত হয়েছে। এখন পর্যন্ত ৪৬৮ টি মামলা নথিভুক্ত হয়েছে এবং দোষী সাব্যস্ত হওয়ার হার ৯৩.২৫ শতাংশ। শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে দেশের নিরাপত্তা আরও মজবুত হয়েছে বলে দাবি করেন শাহ।

বন্ধ করুন