বাংলা নিউজ > ঘরে বাইরে > বয়স মাত্র ১৫, TIME প্রথম ‘বর্ষসেরা শিশু প্রতিভা’ শিরোপা জিতল গীতাঞ্জলি

বয়স মাত্র ১৫, TIME প্রথম ‘বর্ষসেরা শিশু প্রতিভা’ শিরোপা জিতল গীতাঞ্জলি

TIME পত্রিকার বিচারে বিশ্বের প্রথম ‘কিড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী বিজ্ঞানী গীতাঞ্জলি রাও।

সাক্ষাৎকারে সে জানিয়েছে, ‘যদি আমি পারি, তবে যে কেউ পারবে।’

টাইম পত্রিকার বিচারে বিশ্বের প্রথম ‘কিড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী বিজ্ঞানী গীতাঞ্জলি রাও। মাত্র পনেরো বছর বয়সেই স্বীকৃতি পেল প্রযুক্তিক্ষেত্রে তার ‘বিস্ময়কর অবদান।’

টাইমস-এর তরফে বলা হয়েছে, ‘বিশ্ব তাদেরই, যারা তার গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করে। দুঃসময়ে পৃথিবীকে খুব অনিশ্চিত মনে হলেও সবচেয়ে আশ্বস্ত করে প্রত্যেক প্রজন্মের অবদান। বিশেষ করে এই শিশুরা ইতিমধ্যেই যা যা সাফল্য অর্জন করেছে, তা প্রতি ক্ষেত্রে সদর্থক প্রভাব ফেলেছে।’

টাইম পত্রিকার প্রথম বিশ্বসেরা শিশু প্রতিযোগিতায় ৫ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষস্থান দখল করেছে গীতাঞ্জলি। টাইম স্পেশাল অনুষ্ঠানে তার সাক্ষাৎকার নেন বিশ্বখ্যাত অভিনেত্রী তথা সামাজিক আন্দোলনকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। কলোরাডোর বাড়িতে বসে তাঁর সঙ্গে ভার্চুয়াল কথোপকথনে গীতাঞ্জলি জানিয়েছে, নিরীক্ষণ, গভীর চিন্তা, গবেষণা, গগঠন ও সংযোগই তার সাফল্যের চাবিকাঠি।

নিজের প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে পানীয় জন শোধন, মাদকাসক্তি রোধ এবং সাইবার দাদাগিরি নিয়ন্ত্রণের মতো সমস্যার সমাধানে আশ্চর্য ব্যুৎপত্তি দেখিয়েছে পনেরোর কিশোরী। জোলির সঙ্গে সাক্ষাৎকারে সে জানিয়েছে, ‘যদি আমি পারি, তবে যে কেউ পারবে।’

গীতাঞ্জলি জানিয়েছে, ‘আমাদের প্রজন্ম এমন সব সমস্যার মুখোমুখি হচ্ছে, যা আগে কখনও দেখা যায়নি। তবে একই সঙ্গে পুরনো সমস্যাগুলিও পিছু ছাড়ছে না। যেমন, ভয়াবহ অতিমারী পরিস্থিতির মাঝেও আমাদের মানবাধিকার সংক্রান্ত সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। এমন সব সমস্যা আসছে, যেগুলি আমরা তৈরি করিনি অথচ এখন তার সমাধান করতে হচ্ছে, যেমন, প্রযুক্তিগত উন্নয়নের প্রভাবে জলবায়ু পরিবর্তন ও সাইবার দাদাগিরি।’

সে বলেছে, ‘এখন আর সব কিছুর চেয়ে আমাকে বেশি ভাবাচ্ছে সমাধানসূত্র খোঁজার প্রবল ইচ্ছে। হতে পারে তা খুবই নগণ্য বিষয়, যেমন আবর্জনা সাফ করতে সহজ প্রযুক্তির ব্যবহার। সব সময় বড় কিছু করার কথা ভাবতে হবে, এমন নয়।’

বিজ্ঞানের প্রতি আকর্ষণের কারণ হিসেবে গীতাঞ্জলি জানিয়েছে, লোকের মুখে হাসি ফোটানোর আগ্রহই তাকে প্রযুক্তির প্রতি আকৃষ্ট করে। এ ভাবেই নিজের পরিবেশ সদর্থক করে তোলার চিন্তা তাকে অনুপ্রাণিত করতে শুরু করে বলে সে জানিয়েছে।

তবে পরিবেশ ও সমাদের জন্য কাজ করার পাশাপাশি অন্যদেরও তার পথ অনুসরণ করার জন্য উৎসাহ জোগাতে কার্পণ্য করে না গীতাঞ্জলি। সে জানিয়েচে, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে সমাজসেবার চিন্তা তাকে আচ্ছন্ন করে। দশ বছর বয়সে পৌঁছে বাবা-মায়ের থেকে অএনুমতি নিয়ে সে ডেনভারের জল মানোন্নয়ন গবেষণা কেন্দ্রে কার্বন ন্যানোটিউব সেন্সর প্রযুক্তি নিয়ে সে পড়াশোনা শুরু করে। 

বিজ্ঞান ও প্রযুক্তি ঘাঁটতে গিয়ে কি সমবয়েসিদের মতো কোনও আচরণই করে না গীতাঞ্জলি? সঞ্চালক অ্যাঞ্জেলিনা জোলির প্রশ্নের উত্তরে হাসিখুশি কিশোরী  বিজ্ঞানী জানিয়েছে, ‘কোয়ারেন্টাইনে আমি ১৫ বছর বয়েসিদের মতো কাজ নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। যেমন রোজই প্রচুর পরিমাণে বেকিং করতাম। জানি তা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। বিষয়টি এক রকম বিজ্ঞানচর্চাও বটে!’

ঘরে বাইরে খবর

Latest News

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত, জেনে নিন এই সম্পর্কিত ১০টি বিষয় আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের ‘আমি যা হয়েছি,যতটুকু হয়েছি সবটাই ভিসি স্যারের জন্য’, বললেন গুকেশ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের

Latest IPL News

আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.