Rahul Gandhi: 'আমার বাড়িই রাহুল গান্ধীর বাড়ি', বাংলো ছাড়ার নোটিসের কথা শুনেই সনিয়া-পুত্রকে বাড়ি উৎসর্গ কংগ্রেস নেতার
Updated: 29 Mar 2023, 05:39 PM ISTকংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা অজয় রাই স... more
কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা অজয় রাই সাফ জানিয়েছেন, তাঁর বাড়ি এখন থেকে রাহুল গান্ধীর বাড়ি। তিনি এই মর্মে একটি পোস্টার বাড়ির সামনে টাঙিয়ে দেন। সেখানে লেখা রয়েছে,'মেরা ঘর শ্রী রাহুল গান্ধীজি কা ঘর (আমার বাড়ি শ্রী রাহুল গান্ধীর বাড়ি)।
পরবর্তী ফটো গ্যালারি