ভারতে তৈরি হওয়া ম্যারিয়ন বায়োটেকের কাশির সিরাপ খেয়ে ৬৮ শিশুর মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়। এই ঘটনায় ২৩ জনকে কারাদণ্ড দিয়েছে উজবেকিস্তানের একটি আদালত। ৬ মাস ধরে তাদের শুনানি চলছিল। তবে অবশেষে তাদের কারাদণ্ডের নির্দেশ।
মধ্য এশিয়ার ওই দেশটি এর আগে ওষুধের কারণে ৬৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল, কিন্তু গত মাসে তাশখন্দ শহরের আদালতের প্রসিকিউটররা মৃতের সংখ্যা আপডেট করেন এবং বলেন যে শুনানির সময় আরও দু'জনকে অভিযুক্ত করা হয়েছে।
এক ভারতীয় নাগরিকসহ আসামিদের দুই থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাদের বিরুদ্ধে কর ফাঁকি, নিম্নমানের বা নকল ওষুধ বিক্রি, পদের অপব্যবহার, অবহেলা, জালিয়াতি ও ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়।
উজবেকিস্তানে ভারতের ম্যারিয়ন বায়োটেকের উৎপাদিত ওষুধ বিক্রি করা কোরম্যাক্স মেডিকেলের এক্সিকিউটিভ ডিরেক্টর সিং রাঘবেন্দ্র প্রতারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আমদানি করা ওষুধের লাইসেন্স দেওয়ার দায়িত্বে থাকা প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সিদ্ধান্ত নিয়েছে যে সিরাপ খেয়ে মারা যাওয়া ৬৮ টি শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০,০০০ ডলার (১ বিলিয়ন উজবেক পরিমাণ) ক্ষতিপূরণ প্রদান করা হবে, পাশাপাশি আরও চারটি শিশু যারা প্রতিবন্ধী হয়ে গেছে তাদের জন্যও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
মাদকে আক্রান্ত আরও আট শিশুর বাবা-মা পাবেন ১৬ হাজার থেকে ৪০ হাজার ডলার। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, দোষীদের মধ্যে সাতজনের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে। এদিকে এই ঘটনাকে ঘিরে গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল।