এর আগে ইউপির মন্ত্রী সতীশ শর্মা শিবলিঙ্গের কাছে হাত ধুয়েছিলেন।সেই ভিডিয়ো ভাইরাল হতেই চারদিকে শোরগোল পড়ে যায়। এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর ভিডিয়ো ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে তাঁরা শিবলিঙ্গের পুজো করছেন। সোনপুরের হরিহরনাথ মন্দিরে তাঁরা দুজনেই গিয়েছেন শিবপুজো করতে। আর ইউপির মন্ত্রীর ভিডিয়ো দেখিয়ে লালুর কন্যা রোহিনী আচার্য জানিয়েছেন, দেখুন কীভাবে পুজো করতে হয়। ইউপির বিজেপির মন্ত্রী জানেন না কীভাবে সনাতন ধর্মের দেবতাকে সম্মান করতে হয়।
প্রথমে তাঁরা শিবঠাকুরের সামনে আরতি করেন। একেবারে রীতি মেনেই তাঁরা শিবপুজো করছিলেন। মন্ত্রোচ্চারণও হচ্ছিল নিয়ম মেনেই। দই, দুধ দিয়ে ঘি, হলুদ দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয়। এরপর শিবলিঙ্গের উপর জল ঢালা হয়। সেই মন্দিরে থাকা সাধু, সন্ন্যাসীরা লালু ও রাবড়িকে আশীর্বাদ করেন। এরপর দুজনেই পাটনার দিকে রওনা দেন। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।
এদিকে এরপরই একটি ভিডিয়ো সামনে এনেছেন রোহিনী। সেখানে দেখা গিয়েছে এক মন্ত্রী শিবলিঙ্গের কাছেই হাত ধুচ্ছেন। এনিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন তিনি। তাঁর মতে ভগবান শিবের সামনে মন্ত্রীর অহংকার। সেই ভিডিয়ো দেখিয়ে তিনি বিজেপির ওই মন্ত্রীর ওই কাজের তীব্র সমালোচনা করেছেন।
তবে এনিয়ে ওই মন্ত্রী ব্যাখা দিয়েছেন। তাঁর মতে হাতে পুজোর সামগ্রী লেগেছিল। সেকারণে সেটা নর্দমায় ধুতে চাইনি। সেকারণেই সেটা শিবলিঙ্গের পাশে ধুয়েছিলাম। এই ভিডিয়োটা এক সপ্তাহের পুরানো। এটা ভুলভাবে দেখানো হয়েছে।
তবে এই ঘটনায় লোধেশ্বর মহাদেব মন্দিরের পুরোহিত জানিয়েছেন, যেখানে পুজো হয় সেখানেই হাত ধুতে হয়। কারণ চন্দন, মধু, দই, দুধ যেটা ভগবানকে নিবেদন করা হয় সেটা হাতে লেগে থাকে। সেটা অন্যত্র ধোয়া ঠিক নয়য তবে তাতেও অবশ্য বিতর্ক থামেনি।