গত ১০ বছরে ৯ বার ভিন্ন ভিন্ন ICC টুর্নামেন্টের নকআউটে উঠেছেন কোহলিরা, তবে ট্রফি অধরাই থেকেছে, প্রকৃত চোকার্স আসলে ভারতই
Updated: 20 Nov 2023, 12:29 AM IST২০১৩ সালের পর থেকে ১০ বছর কেটে গেল- আইসিসি ট্রফি সেই অধরাই থাকল ভারতের। ২০২৩ ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার ভারত স্বপ্ন দেখিয়ে ফাইনালে উঠেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। ১৪০ কোটির দেশের মন ভাঙল। ভারত ফাইনাল বা সেমিফাইনালে উঠেও কোনও আইসিসি ট্রফিই স্পর্শ করতে পারেনি। প্রকৃত চোকার্স হয়ে উঠেছে তারা।
পরবর্তী ফটো গ্যালারি