DA hiked ahead of New Year 2023: নয়া বছরের আগেই উপহার পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) বাড়িয়ে দিল এই রাজ্য সরকার। তার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা কত হারে ডিএ পাবেন, তা দেখে নিন -
1/5২০২৩ সাল শুরুর আগেই সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ল চার শতাংশ। সেইসঙ্গে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস রিলিফও (ডিআর) চার শতাংশও বৃদ্ধি করেছে নবীন পট্টনায়েকের ওড়িশা সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5কবে থেকে বর্ধিত ডিএ ও ডিআর কার্যকর হবে? মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের আওতায় ২০২২ সালের জুলাই থেকে বর্ধিত ডিএ ও ডিআর কার্যকর হবে। অর্থাৎ ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এরিয়ার বা বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। যা ২০২৩ সালের জানুয়ারির বেতনের সঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা মিলবে বলে জানিয়েছে ওড়িশা সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5এবার থেকে কত হারে ডিএ ও ডিআর পাবেন রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা? এতদিন সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় ওড়িশার রাজ্য সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পেতেন। চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারেই ডিএ পাবেন ওড়িশার রাজ্য সরকারি কর্মীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5নবীনের বিজু জনতা দলের (বিজেডি) সরকারের তরফে জানানো হয়েছে, যে ওড়িশার রাজ্য সরকারি কর্মচারীরা ২০২২ সালের ১ জুলাই কাজ করতেন, তাঁরাও মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5চলতি বছর সেপ্টেম্বরেই রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল ওড়িশা সরকার। সেখানে ২০২২ সালে একবারও ডিএ বাড়েনি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। আপাতত ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য কর্মচারীরা তিন শতাংশ হারে ডিএ পান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)