১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে ইতিমধ্যেই ধাক্কা খেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সংসদে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে করোনার সময় আটকে থাকা ডিএ দেওয়ার কোনও পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। তবে সেই দুঃসংবাদের মধ্যেই আগামী বছরে আসতে চলেছে এক সুখবর। কয়েক মাসেই ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের। সঙ্গে আরও একটি ভাতা বাড়তে চলেছে কর্মীদের।
1/5আগামী বছরের শুরুতেই ডিএ সংশোধন হওয়ার কথা রয়েছে। জানুয়ারি থেকেই সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা। তবে সেই সংক্রান্ত ঘোষণা হতে হতে মার্চ মাস। এরই সঙ্গে নতুন বছরে বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ কি বাড়তে পারে? নিয়ম অনুযায়ী, যখন মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ৫০ শতাংশের বেশি হবে, তখন বাড়ি ভাড়া ভাতাও বাড়বে। এই অবস্থায়, X ক্যাটাগরির শহরের জন্য এইচআরএ বেড়ে ৩০%, Y ক্যাটাগরির জন্য ২০% এবং Z ক্যাটাগরির জন্য ১০% হবে।
2/5উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছালেই তা ফের শূন্যে নামিয়ে আনা হবে। ৫০ শতাংশ হারে প্রাপ্ত ডিএ কর্মচারীদের মূল বেতনের সঙ্গে যোগ করা হবে। এর আগে ২০১৬ সালে যখন সপ্তম বেতন কমিশন কার্যকর হয়, তখনও ডিএ-র পরিমাণ মূল বেতনের সঙ্গে যোগ করে মহার্ঘ ভাতার হার শূন্যে নামিয়ে আনা হয়েছিল।
3/5বর্তমানে, X, Y এবং Z শ্রেণীর শহরে বসবাসকারী কর্মীরা যথাক্রমে ২৭, ১৮ এবং ৯ শতাংশ এইচআরএ পান। এদিকে জানুয়ারিতে যদি ডিএ ৪ শতাংশও বৃদ্ধি পায়, তাহলে তা ৪২ শতাংশ হবে। এই পরিস্থিতিতে এইচআরএ বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ। যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আগামীতেও ঊর্ধ্বমুখী থাকে, তবে হয়ত এক বা দেড় বছরে এইচআরএ বৃদ্ধি হতে পারে। এদিকে কর্মচারী যদি ভাড়া বাড়িতে থাকেন তবে তিনি কর ছাড় পাবেন। আয়কর রিটার্ন দাখিল করার সময় এইচআরএ-র হিসাব দিতে হবে।
4/5এদিকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ৩ থেকে ৪ শতাংশ হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা। পুজোর আগেই কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে সরকার। এরই মধ্যে পরবর্তী মহার্ঘ ভাতা সংক্রান্ত পরিসংখ্যান আসতে শুরু করেছে। এই আবহে পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে ২০২৩ সালের মার্চ নাগাদ। তা কার্যকর হবে জানুয়ারি থেকে।
5/5২০২৩ সালের জানুয়ারির মহার্ঘ ভাতা সংশোধনের হার নির্ধারিত হবে ২০২২ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মূল্যস্ফীতির হারের ওপর। শ্রম মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ১৩১.২ ছিল। অক্টোবরে তা বেড়ে হয়েছে ১৩২.৫ অর্থাৎ জুন মাসের তুলনায় অক্টোবরের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ৩.৩ শতাংশ বেশি ছিল।