বাংলা নিউজ > ছবিঘর > Aditya L1 Latest Update: আজ গভীর রাতে যখন গোটা দেশ ঘুমিয়ে থাকবে, তখনই ‘সব থেকে বড়’ পরীক্ষায় বসবে আদিত্য

Aditya L1 Latest Update: আজ গভীর রাতে যখন গোটা দেশ ঘুমিয়ে থাকবে, তখনই ‘সব থেকে বড়’ পরীক্ষায় বসবে আদিত্য

আজ গভীর রাতে ফের একবার বড় পরীক্ষায় বসতে চলেছে ইসরোর সৌরযান আদিত্য এল১। এর আগে ৪ বার পরীক্ষায় সফল হয়েছে আদিত্য। তাই আজও অনায়াসে পরীক্ষায় সে পাশ করবে বলেই আশা করা হচ্ছে ইসরোর তরফে। তবে আজকের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এরপরই পৃথিবীর মায়া কাটিয়ে নিজের গন্তব্যের দিকে ছুটতে শুরু করবে আদিত্য।