বিমানভাড়ার সর্বোচ্চসীমায় বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয় অগস্ট মাস থেকে। এরপর থেকেই বিমান সংস্তাগুলি একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে যত সম্ভব কম ভাড়ায় যাত্রী পরিষেবা দিচ্ছে। এই ‘লড়াইতে’ অবশ্য বাজিমাত করতে দেখা যাচ্ছে আকাসা এয়ারকে।
1/4দেশজুড়ে প্রথম দফার লকডাউনের পর ২০২০ সালের মে'তে বিমানভাড়ার উপর সর্বোচ্চসীমা আরোপ করেছিল কেন্দ্র। উড়ান সংস্থাগুলি যাতে ইচ্ছামতো ভাড়া নিতে না পারে, সেজন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় দুই বছর পর ঘরোয়া উড়ানের ভাড়ার সর্বোচ্চসীমায় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা তুলে নেওয়া হয়।
2/4 এই আবহে আকাসা এয়ারের তরফে বিভিন্ন রুটের ভাড়া কমানো হয়েছে অভাবনীয় হারে। লাইভ মিন্টের রিপোর্ট অনুযায়ী, ১৩ সেপ্টম্বর তারিখে বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার উড়ানে ভাড়া মাত্র ২২৬৮ টাকা। এদিকে ১৩ থেকে ৩০ সেপ্টম্বরের মধ্যে মুম্বই থেকে বেঙ্গালুরু রুটে বিমান ভাড়া মাত্র ১৯৯৬ টাকা।
3/4এয়ারলাইনটি বেঙ্গালুরু-কোচি রুটের ফ্লাইটের টিকিটের জন্য ১৭৪৭ টাকা এবং মুম্বই-আমদাবাদ রুটে ফ্লাইটের টিকিটের জন্য মাত্র ১৩৯৭ টাকা নিচ্ছে। উল্লেখ্য, স্টক ব্রোকার রাকেশ ঝুনঝুনওয়ালার এয়ারলাইন কোম্পানি আকাসা এয়ারলাইন ৭ আগস্ট থেকে উড়তে শুরু করে।
4/4ভারতে অভ্যন্তরীণ বিমান পরিষেবা সেক্টরে সবচেয়ে বেশি শেয়ার রয়েছে ইন্ডিগোর। বাজারের ৫৬ শতাংশ দখল করে রেখেছে ইন্ডিগো৷ এই আবহে ইন্ডিগোও সস্তায় বিভিন্ন রুটে টিকিট বিক্রি করছে। ১৩ সেপ্টেম্বর মুম্বই থেকে বেঙ্গালুকরু রুটে বিমান ভাড়া ২৪১৮ টাকা। এদিকে বেঙ্গালুরু থেকে মুম্বই রুটে বিমান ভাড়া ২২৬৯ টাকা।