Shah on WB Lok Sabha Vote Results: মুখে ৩৫, তবে বাংলায় আদতে কটা আসনে জিততে পারে BJP? বাস্তবিক হিসেব দিলেন শাহ
Updated: 08 Mar 2024, 11:27 AM ISTকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে বাংলায় এসে লোকসভা নির্বাচনে ৩৫টি আসনে জেতার কথা বলেছিলেন বাংলা থেকে। এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ৪২-এ ৪২টি আসনই জেতার বার্তা দেন। তবে আদতে বাংলায় ক'টা আসনে জিততে পারে বিজেপি? এই প্রশ্নের বাস্তবিক জবাব এবার শোনা গেল শাহের গলায়।
পরবর্তী ফটো গ্যালারি