বাংলা নিউজ > ছবিঘর > IND vs SL Records: সৌরভদের ৫৪ রানে বান্ডিল করেছিল শ্রীলঙ্কা! ২৩ বছর পর সুদ-সহ বদলা নিল ভারত

IND vs SL Records: সৌরভদের ৫৪ রানে বান্ডিল করেছিল শ্রীলঙ্কা! ২৩ বছর পর সুদ-সহ বদলা নিল ভারত

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হয়েছিল। কিন্তু রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল ভারত। প্রথমে ব্যাট করতে ১০০ বলও খেলতে পারেনি শ্রীলঙ্কা। ৫০ রানে অল-আউট হয়ে যায়। তার ফলে ২৩ বছর পর শ্রীলঙ্কার ‘পাওনা’ চুকিয়ে দিল ভারত।