Hariyali Amavasya 2022 Astrology:হরিয়ালি অমাবস্যা পড়ছে বুধবার ২৭ জুলাই রাত ৯ টায় আর বৃহস্পতিবার ২৮ জুলাই রাত ১১ টায় শেষ হবে অমাবস্যার তিথি। এই সময় শুক্রবার রাতে পড়বে হরিয়ালি অমাবস্যার তিথি।
1/8শ্রাবণের হরিয়ালি অমাবস্যায় পড়েছে একটি বিরল যোগ। অমাবস্যা পড়ছে শুক্রবার। তারফলে গুরু পুষ্প নক্ষত্র, স্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগের মতো কিছু বিরল যোগ দেখা যেতে পারে। তার প্রভাব ১২ রাশিতে পড়তে পারে।
2/8কখন পড়ছে অমাবস্যা- অমাবস্যা পড়ছে বুধবার ২৭ জুলাই রাত ৯ টায় আর বৃহস্পতিবার ২৮ জুলাই রাত ১১ টায় শেষ হবে অমাবস্যার তিথি। এই সময় শুক্রবার রাতে পড়বে হরিয়ালি অমাবস্যার তিথি। বলা হচ্ছে এমন দিনে রাশি অনুসারে যদি বিশেষ কিছু গাছ লাগানো যায় তাহলে শুভ যোগের হাত ধরে আসবে শুভ সময়।
3/8মেষ-বৃষ: মনে করা হয় হরিয়ালি অমাবস্যার দিন যদি গাছ লাগানো হয় তাহলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন। মেষ রাশির জাতক জাতিকারা এই দিনে আমলকি গাছ লাগাতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা জাম গাছ লাগাতে পারেন। এতে মিলবে কাঙ্খিত ফলাফল।
4/8মিথুন-কর্কট: মিথুন রাশির জাতক জাতিকারা হরিয়ালি অমাবস্যার দিন চাম্পা গাছ লাগাতে পারেন। এই সময় এই গাছ লাগালে তার মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধি ও সৌভাগ্য আনতে পারে। ঠিক একই কারণে কর্কট রাশির জাতক জাতিকারা অশ্বত্থ গাছ লাগাতে পারেন এই দিনে।
5/8সিংহ-কন্যা: মনে করা হয়, গাছ দেবতা সমান। দেবতার আশীর্বাদের মতোই ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে গাছ থাকলে। সিংহ রাশির জাতক জাতিকারা বট গাছ লাগাতে পারেন এই সময়ে। কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়কালে জুঁই ফুলের গাছ লাগাতে পারেন।
6/8তুলা-বৃশ্চিক: তুলা রাশির জাতক জাতিকারা অর্জুন গাছ বা নাগকেশর গাছ লাগাতে পারেন এই অমাবস্যায়। এতে সংসারে সুখ শান্তি, সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পিতাকে প্রসন্ন করতে নিম গাছ লাগাতে পারেন বাড়িতে।
7/8শমিবৃক্ষ- এই গাছ সাধারণত সবুজই থাকে। আর বাড়িতে এটি থাকলে তা গৃহস্থের আর্থিক দিক থেকে উপকার দেয়। তবে গাছটি শুকিয়ে গেলে তা অশুভ ফল দিতে থাকে। এইধনু-মকর: অমাবস্যা তিথিতে ধনু রাশির জাতক জাতিকারা করবী ফুলের গাছ লাগাতে পারেন। এতে মিলবে পারে কাঙ্খিত সমৃদ্ধি। মকর রাশির জাতক জাতিকারা শমি বৃক্ষ লাগাতে পারেন এই সময়। এতে শিবের আশীর্বাদ ধন্য থাকতে পারেন তাঁরা।