বাংলা নিউজ >
ছবিঘর >
ভাগ্যলিপি >
Vastu Tips for Puja Room: পুজোর বেদীতে দেব দেবীর মূর্তি কীভাবে রাখলে ঘরে আসে অর্থ সম্পত্তির জোয়ার? কিছু বাস্তু টিপস
Vastu Tips for Puja Room: পুজোর বেদীতে দেব দেবীর মূর্তি কীভাবে রাখলে ঘরে আসে অর্থ সম্পত্তির জোয়ার? কিছু বাস্তু টিপস
Updated: 28 Jul 2022, 05:48 PM IST
লেখক Sritama Mitra
ঠাকুরের বেদীতে উচ্চতর স্থানে রাখতে হবে দেবতা ও দেবীর মূর্তি। আর নিচের দিকে রাখতে হবে পুজোর সামগ্রী। পুজোর সামগ্রীর মধ্যে অবশ্যই রাখতে হবে প্রদীপ, ঘণ্টা ও শাঁখ। তবে দেবতাদের মূর্তি বসানোর ক্ষেত্রেও বলা হচ্ছে কিছু নিয়মের কথা। এছাড়াও রয়েছে একাধিক টিপস।
1/5বাস্তুশাস্ত্র মতে প্রতিটি বাড়ির প্রতিটি ঘরেই কিছু না কিছু বিশেষত্বের কথা বলা হয়। বিশেষ কিছু জিনিস ঘরের সঠিক জায়গায় রাখলে গৃহস্থে কাঙ্খিত সুখ ও সমৃদ্ধি বেড়ে যায় বলে মনে করা হয়। এমনকি আর্থিক উন্নতিতেও বাস্তুশাস্ত্রের গুরুত্ব কম নয়। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5আর্থিক সমৃদ্ধি হোক বা কাঙ্খিত ব্যক্তিগত জীবনে প্রেম, পারিবারিক সম্পর্কের উন্নতি বাস্তু শাস্ত্র মতে রয়েছে একাধিক উপায়। বলা হচ্ছে, বাড়িতে যে ঘরে প্রার্থনা করা হয় বা দেবদেবীর মূর্তি রয়েছে সেই ঠাকুর ঘরকে সুন্দর করে সাজালে তবেই গৃহস্থে আসে উন্নতির ছাপ।
3/5কীভাবে দেব দেবীর মূর্তি রাখবেন বেদীতে: ঠাকুরের বেদীতে উচ্চতর স্থানে রাখতে হবে দেবতা ও দেবীর মূর্তি। আর নিচের দিকে রাখতে হবে পুজোর সামগ্রী। পুজোর সামগ্রীর মধ্যে অবশ্যই রাখতে হবে প্রদীপ, ঘণ্টা ও শাঁখ। তবে দেবতাদের মূর্তি বসানোর ক্ষেত্রেও বলা হচ্ছে কিছু নিয়মের কথা।
4/5কোন দেবতার মূর্তি কোনদিকে রাখতে হবে: ঠাকুরের বেদীতে তিন দেবীকে এক জায়গায় রাখতে পারেন। দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি একই দিকে রাখা খুবই ভাল। একই জায়গায় পর পর তিনটি গণেশের মূর্তি বাড়িতে রাখা শুভ নয়। একসঙ্গে দুটি শিবলিঙ্গও বাড়িতে এক জায়গায় রাখা উচিত নয় বলছে বাস্তুশাস্ত্র। এছাড়াও গোপালের মূর্তি একটি থাকতে পারে, তবে শ্রীকৃষ্ণর মূর্তি থাকলে তার সঙ্গে রাধার মূর্তি রাখাও প্রয়োজন বলে মত বাস্তুশাস্ত্রের।
5/5বজরংবলীর মূর্তি কোনদিকে থাকবে: বলা হচ্ছে, বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন বজরংবলির মূর্তি। এছাড়াও বল হচ্ছে, উত্তর পূর্ব হল দেবতা ও দেবীদের মূর্তি রাখার জন্য খুবই শুভ দিক। এই দিকে মূর্তি রাখলে তা খুবই উন্নতি এনে দেয়। এছাড়াও ঠাকুর ঘরে অযথা যাতে আবর্জনা না থাকে, সে কথা তুলে ধরেছেন বাস্তুশাস্ত্রবিদরা।