Bayron Biswas Latest Update: আয়কর হানার সময় 'সুগার লেভেল' নামল বায়রন বিশ্বাসের, ভরতি নিজেরই নার্সিংহোমে
Updated: 21 Dec 2023, 07:06 AM ISTঅসুস্থ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। বুধবার থেকেই তাঁর বাড়িতে আয়কর আধিকারিকদের অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া এই বিধায়ক। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে। আপাতত সেখানেই আছেন তিনি। এদিকে আয়কর অভিযানও জারি আছে তাঁর বাড়িতে।
পরবর্তী ফটো গ্যালারি