Board exams twice a year: এবার বছরে ২ বার হবে বোর্ড পরীক্ষা, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বাধ্যতামূলক ২ ভাষা
Updated: 23 Aug 2023, 02:47 PM ISTBoard exams twice a year: এবার থেকে বছরে দু'বার হবে বোর্ড পরীক্ষা। সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে নয়া 'পাঠ্যক্রম কাঠামো'-য়। সেইসঙ্গে নয়া পাঠ্যক্রম কাঠামো অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি ভাষা বাধ্যতামূলক হয়ে গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি