Canadian diplomat expelled by India: ট্রুডোকে শিক্ষা দিতে কড়া পদক্ষেপ ভারতের, দিল্লি ছাড়তে বলা হল কানাডার কূটনীতিককে
Updated: 19 Sep 2023, 11:15 AM ISTগত জুন মাসে কানাডার এক গুরুদ্বারে অজ্ঞা পরিচয় ব্যক্তিরা গিয়ে হরদীপ সিং নিজ্জর নামক এক খলিস্তানি জঙ্গিকে হত্যা করেছিল। সেই ঘটনার পরই খলিস্তানপন্থীরা অভিযোগ করে, ভারত এর সঙ্গে যুক্ত। এই আবহে গতকাল ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করে। আর এবার ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করল।
পরবর্তী ফটো গ্যালারি