বাংলা নিউজ > ছবিঘর > Congress snubs Modi on Biden Presser: 'না করব, না করতে দেব', বাইডেনের সাংবাদিক সম্মেলন নিয়ে মোদীকে তোপ কংগ্রেসের

Congress snubs Modi on Biden Presser: 'না করব, না করতে দেব', বাইডেনের সাংবাদিক সম্মেলন নিয়ে মোদীকে তোপ কংগ্রেসের

জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার ভারতে পা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারও করেন বাইডেন। এরপর গতকাল তিনি উড়ে যান ভিয়েতনামের উদ্দেশে। সেখানে তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। যা নিয়ে এবার মোদীকে তোপ কংগ্রেসের।