Coromandel Express Collision: সিগন্যালিং ব্যবস্থার গলদ নয়, রেলকর্মীদের সিদ্ধান্তেই বিপত্তি ঘটে বালাসোরে, দাবি রিপোর্টে
Updated: 12 Jun 2023, 11:29 AM ISTকরমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার প্রায় ১০ দিন কেটে গিয়েছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে রেল প্রাথমিক ভাবে তদন্ত করেছে। এদিকে সিবিআই আধিকারিকরাও তদন্ত করছে। এই আবহে সংবাদসংস্থা রয়টার্স একটি এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করল, তদন্তকারীরা মনে করছেন যে জেনে বুঝেই সিগন্যাল বদল করা হয়েছিল বাহানগায়।
পরবর্তী ফটো গ্যালারি