WB Rain Forecast on 31st Dec and 1st Jan: বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বৃষ্টি হবে এপার বাংলায়?
Updated: 29 Dec 2023, 03:40 PM ISTমৌসম ভবন জানিয়েছে, ৩০ ডিসেম্বর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে দিকে দিকে বৃষ্টি হতে পারে। এদিকে বাংবাদেশ সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবও পড়তে পারে এপার বাংলার আবহাওয়ায়। বাংলায় ধেয়ে আসছে বাষ্পে ভরা বাতাস। এদিকে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া।
পরবর্তী ফটো গ্যালারি