বাংলা নিউজ >
ছবিঘর >
Jupiter transit 2022 Astrology: ২০২৩ সাল এই তিন রাশির অর্থভাগ্য থাকবে তুঙ্গে ! বৃহস্পতির গোচরের রাশিফল একনজরে
Jupiter transit 2022 Astrology: ২০২৩ সাল এই তিন রাশির অর্থভাগ্য থাকবে তুঙ্গে ! বৃহস্পতির গোচরের রাশিফল একনজরে
Updated: 10 May 2022, 03:54 PM IST
লেখক Sritama Mitra
জ্যোতিষমতে বলা হচ্ছে এই ১২ রাশির মধ্যে বৃহস্পতির এপ্রিল মাসের গোচরে লাভবান হতে চলেছে ৩ রাশি। উল্লেখ্য, গত ১২ এপ্রিল বৃহস্পতির গোচর সম্পন্ন হয়েছে। তার প্রভাব বিভিন্ন রাশিতে পড়তে শুরু করে। তবে বিশেষ তিন রাশিতে এর প্রভাব পড়ার ফলে এই রাশির জাতক জাতিকাদের আগামী ২০২৩ সাল পর্যন্ত অর্থকষ্ট নিয়ে কিছু ভাবতে হবে না।
1/5জ্যোতিষমত অনুসারে প্রতিটি গ্রহই একটি বিশেষ সময় পর পর নিজের মতো করে রাশি পরিবর্তন করে। যার প্রভাব ১২ টি রশিতে পড়ে যায়। সেভাবেই বৃহস্পতিও নিজের রাশি পরিবর্তন করে চলেছে। যার প্রভাব ১২ রাশিতে পড়তে শুরু করেছে। (ছবিটি প্রতীকী)
2/5তবে জ্যোতিষমতে বলা হচ্ছে এই ১২ রাশির মধ্যে বৃহস্পতির এপ্রিল মাসের গোচরে লাভবান হতে চলেছে ৩ রাশি। উল্লেখ্য, গত ১২ এপ্রিল বৃহস্পতির গোচর সম্পন্ন হয়েছে। তার প্রভাব বিভিন্ন রাশিতে পড়তে শুরু করে। তবে বিশেষ তিন রাশিতে এর প্রভাব পড়ার ফলে এই রাশির জাতক জাতিকাদের আগামী ২০২৩ সাল পর্যন্ত অর্থকষ্ট নিয়ে কিছু ভাবতে হবে না।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5বৃষ- এই রাশির জাতকদের একাদশ স্থানে গুরুগ্রহ বৃহস্পতির গোচর সম্পন্ন হয়েছে। যার ফলে আয়ের ঘরে তুমুল লাভ হবে। ফলে আয় বাড়বে। ব্যবসায়ীদের সম্পত্তি ও টাকা বাড়তে সময় লাগবে না। কাজের জায়গায় আপনার কাজ প্রশংসিত হবে। কাজ আরও ভাল হবে। নতুন ব্যবসা শুরুর জন্য সময় এখন ভাল। এখন সময় ভাল কাটবে। (ছবিটি প্রতীকী)
4/5কর্কট-এই রাশির নবমভাবে হবে গুরুগ্রহ বৃহস্পতির গোচর। ফলে এই সময় শুভ সংবাদ নিয়ে আসবে বৃহস্পতির গোচর। বিদেশ যাত্রার খুব ভাল সময় এখন থেকে শুরু হচ্ছে। সমস্ত কাজ ভাগ্যের সম্পূর্ণ সহায়তা রয়েছে। গুরুগ্রহের গোচরে কর্কট রাশির জন্য বহুদিন ধরে আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হবে। এই সময় বহু শত্রুর বিনাশ হবে। (ছবিটি প্রতীকী)
5/5মিথুন-মিথুন রাশিতে এই গোচর সুপ্রভাব ফেলবে। ফলে নতুন চাকরি ও ব্যবসায় সুলাভ পাবেন। নতুন চাকরির অফার আসতে পারে এই সময়। মিডিয়া ও মার্কেটিংয়ের সঙ্গে যাঁরা জড়িত , তাঁদের এখন ভাল সময় কাটবে। (ছবিটি প্রতীকী)