বাংলা নিউজ >
ছবিঘর >
২ পূর্ণ করল একতা পুত্র, রবির জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে শামিল বলি তারকারা
২ পূর্ণ করল একতা পুত্র, রবির জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে শামিল বলি তারকারা
Updated: 29 Jan 2021, 02:25 PM IST
লেখক Priyanka Bose
২৭ জানুয়ারি দুই বছরে পা দেয় একতার ছেলে রবি কাপুর। ধুমধাম করে ছেলের জন্মদিন সেলিব্রেট করেন অভিনেত্রী।
1/7ছেলের রবির জন্মদিন পার্টি থ্রো করেন টিভি পরিচালক একতা কাপুর। বুধবার তাঁর ছেলের দুই বছরের জন্মদিন উদযাপন করেন পরিচালক। পার্টিতে উপস্থিত হয়েছিলেন করণ জোহর, রীতেশ দেশমুখের পরিবাহ সহ নানা টিভি অভিনেতা। তুষার কাপুররে ছেলে লক্ষ্যর সঙ্গে একতা।
2/7২০১৯ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন একতা কাপুর। ছেলের নাম রেখেছেন রবি কাপুর।
3/7মেয়েকে মোহরকে নিয়ে একতার পার্টিতে হাজির করণ প্যাটেল, অঙ্কিতা ভার্গব। অভিনেতা শাহির শেখ স্ত্রী রুচিকা কাপুরের সঙ্গে। হাজির আরো অন্যান্যরা।