বাংলা নিউজ > ছবিঘর > G20 compared to Commonwealth Games: কমনওয়েলথ দুর্নীতির সঙ্গে তুলনা জি২০-র, আধিকারিককে চিঠি তৃণমূল সাংসদের

G20 compared to Commonwealth Games: কমনওয়েলথ দুর্নীতির সঙ্গে তুলনা জি২০-র, আধিকারিককে চিঠি তৃণমূল সাংসদের

এবার জি২০ সম্মেলনের খরচের হিসেবের সঙ্গে ২০১০ সালের কনওয়েলথ গেমসের দুর্নীতির তুলনা টানলেন তৃণমূল কংগ্রেস সাকেত গোখলে। এই নিয়ে তিনি জি২০ কোঅর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিংলাকে চিঠিও লিখেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির বক্তব্য উদ্ধৃত করেই তোপ দেগেছেন সাকেত।