শনিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/4মেষ- যে কোনও চেষ্টা ফলদায়ী হবে। অন্যের সহযোগিতা লাভ করায় সাফল্য পাবেন। বাবার সাহায্য লাভ করবেন। আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। সৃজনশী্ল চেষ্টার ফল পাবেন।
2/4বৃষ- অজ্ঞাত ভয়ের কারণে দুশ্চিন্তায় থাকবেন। মনে নিয়ন্ত্রণ রাখুন। বাবা বা ধর্মীয় গুরুর সহযোগিতা লাভ করবেন। কাজে সাফল্য লাভ করবেন। স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকুন।
3/4মিথুন- মনে চিন্তা থাকবে। স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকুন। অধীনস্থ কর্মচারী, ভাই বা বোনের সঙ্গে বিচারধারায় মতভেদ হতে পারে। প্রচেষ্টার ফল লাভ করবেন।
4/4কর্কট- আর্থিক জীবনে সাফল্য লাভ করবেন। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। সন্তান ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে চিন্তা থাকবে। বুদ্ধি দিয়ে কাজ করলে তা পূর্ণ হবে।