চার্চিলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয়, ৮ পয়েন্টে এগিয়ে থেকে I-League চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মহমেডান
Updated: 12 Mar 2024, 11:29 PM ISTদুইয়ে থাকা শ্রীনিধি ডেকানের সঙ্গে মহমেডানের এখন ৮ পয়েন্টের ব্যবধান। শ্রীনিধির ১৮ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট। সাদা-কালো শিবিরের ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট। যদিও মহমেডানের থেকে এক ম্যাচ কম খেলেছে শ্রীনিধি। তিনে থাকা রিয়েল কাশ্মীরের আবার ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট। ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট গোকুলম কেরালার।
পরবর্তী ফটো গ্যালারি