1/5ক্রমেই কমছে ভান্ডার। পেট্রলের দাম হু-হু করে বাড়ছে শ্রীলঙ্কাতে। আর্থিক সংকট-বিধ্বস্ত দেশে এক ধাক্কায় প্রায় ২০ টাকা বাড়ল পেট্রোলের দাম। ফাইল ছবি: পিটিআই (ANI PHOTO)
2/5তবে, এখনও ভারতের তুলনায় পেট্রল সস্তা শ্রীলঙ্কায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বর্তমানে শ্রীলঙ্কায় পেট্রলের দাম ৩৩৮ শ্রীলঙ্কান রুপি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮০ টাকা। ফাইল ছবি: রয়টার্স (ANI PHOTO)
3/5তবে বর্তমান অর্থনৈতিক সংকটের মাঝে শ্রীলঙ্কার আমজনতার ক্রয় ক্ষমতা তলানিতে। ফলে এই পরিস্থিতিতে পেট্রোলের দাম বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘায়ের সামিল। ফাইল ছবি: রয়টার্স (ANI PHOTO)
4/5শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রার অভাব থেকে সৃষ্ট এক অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করছে। এর অর্থ, বর্তমানে সেদেশে খাদ্য এবং জ্বালানির মতো প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করার সামর্থ্য নেই। গত ৭ মার্চ থেকে শ্রীলঙ্কান রুপির দাম ডলারের প্রেক্ষিতে ৬০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। ছবি: এএনআই (ANI) (ANI PHOTO)
5/5ভারত অত্যাবশ্যকীয় দ্রব্যাদির জন্য ২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রেডিট লাইন প্রসারিত করেছে। সেই সঙ্গে ৫০০ মিলিয়ন ডলার মূল্যের জ্বালানি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর অধীনে প্রায় ৩,০০,০০০ টন জ্বালানি সরবরাহ করা হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (ANI PHOTO)