IND vs AUS: ভারতীয়দের মধ্যে T20I-তে দ্রুততম ৪০০০ রান রুতুরাজের, ভাঙলেন কেএল-এর নজির, জায়গা করে নিলেন বাবরের পরেই
Updated: 02 Dec 2023, 12:40 AM ISTঅজিদের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে রুতুরাজ গায়কোয়াড় একটি দুরন্ত রেকর্ড গড়ে ফেলেছেন। তিনি টি-টোয়েন্টিতে দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে চার হাজার রান পূর্ণ করেছেন। এই ম্যাচের আগে খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটে ৪,০০০ রান পূর্ণ করতে রুতুর প্রয়োজন ছিল মাত্র ৭ রান। রুতু এদিন ২৮ বলে ৩২ রান করেন।
পরবর্তী ফটো গ্যালারি