IND vs NED: ODI World Cup-এর এক সংস্করণে টানা নয় ম্যাচে জয়, সৌরভ, সচিনদের রেকর্ড গুঁড়িয়ে ইতিহাস রোহিত-কোহলিদের
Updated: 12 Nov 2023, 10:48 PM ISTএই নিয়ে বিশ্বকাপের এক সংস্করণে এক টানা সর্বোচ্চ ম্যাচে জয়ের নজির গড়লেন রোহিতের টিম ইন্ডিয়া। এর আগে ভারত ২০০৩ বিশ্বকাপে টানা আট ম্যাচ জিতে নজির গড়েছিল। সে বার ফাইনালে অজিদের কাছে হেরে জয়ের ধারা থমকে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিমের। এবার সেই নজির ভেঙে দিলেন রোহিত ব্রিগেড।
পরবর্তী ফটো গ্যালারি