গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ জিতেছে ভারত। সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। রানের মধ্যে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা নিজেও। শুভমন গিলও ভরসা জুগিয়েছেন। তবু পুরো নিশ্চিন্ত হতে পারছে না ভারত।
1/5বহু দিন পড়ে রোহিতকে বলিষ্ট ভাবে পারফর্ম করতে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চেনা মেজাজে ছিলেন রোহিত। ৬৭ বলে ৮৩ রান করেছেন তিনি। বিশ্বকাপের বছরের শুরুতেই রোহিত যদি এই পারফরম্যান্সের ধারা বজায় রাখতে পারেন, তা হলে লাভবান হবে টিম ইন্ডিয়াই। রোহিতের রান পাওয়াটা নিঃসন্দেহে খুবই প্রয়োজনীয় ছিল।
2/5বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওডিআই-এ সেঞ্চুরি করেছিলেন। ফের তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকালেন। পরপর ২টি একদিনের ম্যাচে সেঞ্চুরি করার পর নিজের আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে পেয়েছেন বিরাট। পুরনো মেজাজে ফের দেখা যাচ্ছে কোহলিকে। এটি ভারতের জন্য শুভ বার্তা।
3/5শুধু কোহলি বা রোহিত নন। শুভমন গিল ওপেন করতে নেমে ৭০ (৬০ বলে) করেছেন। ভারতীয় ব্যাটারদের সৌজন্যে ৩৭৩ রানের বড় স্কোর করেছে টিম ইন্ডিয়া। ভারতের ব্যাটিং অর্ডার যে পোক্ত, তা নিয়ে সন্দেহ নেই। রিজার্ভ বেঞ্চে আবার ইশান কিষাণ, সূর্যকুমার যাদবরাও অপেক্ষায় রয়েছেন। এর থেকেই প্রমাণিত, ভারতের ব্যাটিং কতটা শক্তিশালী।
4/5মহম্মদ সিরাজ বেশ ভালো বল করেছেন। শুরুতে তিনিই উইকেট ফেলে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দিয়েছেন। উমরান মালিকও ৩ উইকেট নিয়েছেন। তবু যে ভাবে দাসুন শানাকা নবম উইকেটে কাসুন রাজিথাকে নিয়ে ১০০ রান স্কোরবোর্ডে যোগ করেছেন। এবং তাঁরা অপরাজিত থেকেছেন, তাতে ভারতীয় বোলারদের নিয়ে কিছুটা দুঃশ্চিন্তা থেকেই যায়। সব ভালোর মাঝেও বোলিংটা ভারতের কাছে কিছুটা হলেও চাপের বিষয়।
5/5ফিল্ডিং নিয়ে প্রশ্ন থাকছে। ভারত বেশ কিছু মিস ফিল্ড করছে। ক্যাচ ফেলেছে। এই জায়গাতেও উন্নতি করতে হবে। ভারতীয় প্লেয়ারদের আরও ফিট হয়ে উঠতে হবে।