IPL 2024: গুরবাজ-বেঙ্কটেশ ওপেন করবেন? স্টার্কের তালে কে তাল মেলাবেন? ইমপ্যাক্ট প্লেয়ারই বা কে হবেন? কী হবে KKR-এর একাদশ?
Updated: 19 Mar 2024, 04:57 PM ISTমিচেল স্টার্ক ২০১৪ এবং ২০১৫ সালে শেষ দুই বছর আইপিএল খেলেছিলেন, তিনি এবার নিলামের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। কেকেআর তাঁকে ২৫.৭৫ কোটি টাকায় কিনেছিল। যা আইপিএলের ইতিহাসে কোনও প্লেয়ারের সর্বোচ্চ দাম। স্টার্ককে ঘিরে কেকেআর-এর প্রত্যাশা কিন্তু আকাশছোঁয়া থাকবে।
পরবর্তী ফটো গ্যালারি