অনেকেই সহবাসের সময়ে নারকেল তেল ব্যবহার করেন। এটি নিরাপদ? নাকি এতে কোনও সমস্যা হতে পারে?
1/7বাড়িতে নানা কাজে নারকেল তেল ব্যবহার করা হয়। কেউ রান্না করেন, কেউ চুলে ব্যবহার করেন। আবার কেউ কেউ সহবাসের সময়ে এই তেল ব্যবহার করেন।
2/7যৌনমিলনের সময় তৈলাক্তকরণের জন্য নারকেল তেল ব্যবহারের পরামর্শ দেন অনেকেই। বার্ধক্য, ওষুধ বা হরমোনের কারণে অনেকের শরীর শুকিয়ে যেতে পারে। ফলে সহবাসের সময়ে পর্যাপ্ত তৈলক্ষরণ হয় না। এমন পর্যায়ে নারকেল তেল লুব হিসাবে ব্যবহার করেন অনেকেই।
3/7কিন্তু নারকেল তেল কি যোনিপথের কাছে ব্যবহার করা আদৌ নিরাপদ? কী বলছেন চিকিৎসকরা?
4/7২০১৫ সালে আমেরিকায় হওয়া একটি সমীক্ষার রিপোর্ট বলছে, প্রায় ৩০ শতাংশ মহিলা সহবাসের সময়ে ব্যথা পান। এই সমীক্ষায় এটিও বলা হয়েছে, তাঁদের অনেকেই সহবাসের সময়ে নারকেল তেল ব্যবহার করে উপকার পেয়েছেন।
5/7শুধু তাই নয়, এই সমীক্ষা থেকে জানা গিয়েছে, নারকেল তেল ব্যথাই কমায় না, আরও বেশি সংবেদন করে এবং উত্তেজনা বাড়ায়। পাশাপাশি সঙ্গমকাল দীর্ঘায়িত করতেও সাহায্য করে।
6/7সম্প্রতি গুজরাটের ইন্টারন্যাশনাল জার্নাল অব লাইফ সায়েন্স রিসার্চ একটি গবেষণা চালিয়েছে নারকেল তেল নিয়ে। তাদের দেওয়া তথ্য অনুসারে, এই তেল ময়েশ্চারাইজার ভালো কাজ করে। কিন্তু এটি কি যোনিপথে ব্যবহার করা নিরাপদ?
7/7গুজরাটের ইন্টারন্যাশনাল জার্নাল অব লাইফ সায়েন্স রিসার্চের গবেষণাটি বলছে, এই তেল যোনিপথে ব্যবহার করা সম্পূর্ণ রূপেই নিরাপদ। ফলে সহবাসের সময়ে এটি ব্যবহার করলে কোনও সমস্যা হয় না।