বাংলা নিউজ > ছবিঘর > Kashmir Encounter Update: 'শীঘ্রই মিলবে বিচার', কর্নেল, মেজর, DSP-কে মারা দুই লস্কর জঙ্গিকে ঘিরে ধরল সেনা

Kashmir Encounter Update: 'শীঘ্রই মিলবে বিচার', কর্নেল, মেজর, DSP-কে মারা দুই লস্কর জঙ্গিকে ঘিরে ধরল সেনা

অনন্তনাগে সেনা ও জঙ্গির গুলির লড়াইতে শহিদ হয়েছেন দুই সেনা কর্তা এবং এক পুলিশ কর্তা। সেই ঘটনায় অভিযুক্ত দুই লস্কর জঙ্গিকে ঘিরে ধরল সেনাকর্মীরা। এদিকে কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন, 'শীঘ্রই বিচার মিলবে'। সেনার তরফেও বিবৃতি দিয়ে বিষয়টি নিয়ে আপডেট দেওয়া হয়েছে।