গার্ল গ্যাংয়ের সঙ্গে সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছেন ক... more
গার্ল গ্যাংয়ের সঙ্গে সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। মনোকিনি পরে সবাইকে চমকে দিলেন তিনি।
1/5‘আয় তবে সহচরী’ দিয়ে এখন দর্শকমনে রাজত্ব করছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়। আপাতত স্টার জলসার এই ধারাবাহিকেই দেখা মিলছে তাঁর। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে যে ছবিখানা শেয়ার করলেন তিনি, যা দেখে দর্শকরা বেশ অবাক হবেনই। এ যেন পুরো ভোলবদল। বন্ধুদের সঙ্গে সমুদ্রের পাড়ে সাঁতারের পোশাকে কণীনিকা। সঙ্গে রয়েছে মেয়ে কিয়াও।
2/5শাড়ি ছেড়ে সহচরীর পরনে রয়েছে কালো-রুপোলি মনোকিনি। বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করছেন অভিনেত্রী।
3/5নিজের গার্ল গ্যাংয়ের সঙ্গে গোপালপুর বিচে ঘুরতে গিয়েছেন কণীনিকা। কণীনিকার ছবির তলায় একজন লিখেছেন, ‘প্রথমে চিনতেই পারিনি সহচরীকে। একদম আলাদা লাগছে দেখতে।’ আরেকজন লিখেছেন, ‘ওয়াও! ভালো করে মজা করো’। তবে কটাক্ষও হল। একজন লিখলেন, ‘গোপালপুরে এমন পোশাক, যেন মনে হচ্ছে বিদেশ গিয়েছে’। অপর জনের বক্তব্য, ‘ছি, একেবারে মানাচ্ছে না’।
4/5২০১৯-এর জুন মাসে ফুটফুটে কন্যাসন্তানের মা হন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। প্রায়ই মেয়ের সাথে ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়। ইউভান, কৃশিব, আদিদেবের মতোই সোশ্যাল মিডিয়া স্টার ছোট্ট রাজকন্যে কিয়া।
5/5২০১৭ সালে সুরজিৎ হরির সঙ্গে বিয়ে হয় অভিনেত্রীর। মেয়ে হওয়ার পর কাজের থেকে ছোট্ট ব্রেক নিয়েছিলেন। মাঝে দেখা গিয়েছিল ‘মুখার্জিদার বউ’ ধারাবাহিকে। তবেসহচরী ধারাবাহিক প্রথমদিকে এক মধ্যবয়সী মহিলার স্বামী-ছেলে-সংসার নিয়ে কলেজে ভর্তি হওয়ার গল্প ভালো লাগছিল দর্শকের। তবে আপাতত সহচরীর বর সমরেশের অবৈধ সম্পর্ক, সহচরীর প্রেমে পড়া এক পুরুষ গল্পে আসায় বেশ আশাহত দর্শক।